পাকিস্তানে আটক নেই ভারতের মহিলা বিমানবাহিনীর পাইলট, জানাল পিআইবি
Indian female air force pilot not detained in Pakistan, says PBI

Truth Of Bengal: ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা পরিস্থিতিতে একাধিক বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে ছড়াচ্ছে ভুয়ো তথ্য। এই আবহে শনিবার পাকিস্তান সরকারের তরফে দাবি করা হয়, ভারতের বিমান বাহিনীর এক মহিলা পাইলটকে আটক করা হয়েছে। পাকিস্তানপন্থী সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিতে লাগাতার বলা হচ্ছে স্কোয়াড্রন লিডার শিবানী সিং পাকিস্তানের হেফাজতে রয়েছেন। আর এই নিয়ে এবার আসল তথ্য সামনে আনল প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট তথা পিআইবি। এই প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে পোস্ট করে পিআইবির তরফে জানান হয়েছে, ‘পাকিস্তানপন্থী সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে দাবি করা হয়েছে যে ভারতীয় মহিলা বিমান বাহিনীর পাইলট, স্কোয়াড্রন লিডার শিবানী সিং, পাকিস্তানে আটক হয়েছেন। এই দাবিটি ভুয়া ।
Indian Female Air Force pilot has NOT been captured. Pro-Pakistan social media handles claim that an Indian Female Air Force pilot, Squadron Leader Shivani Singh, has been captured in Pakistan. This claim is FAKE!: PIB Fact Check pic.twitter.com/NSRsWl6q6I
— ANI (@ANI) May 10, 2025
ভারতীয় মহিলা বিমান বাহিনীর পাইলটকে ধরা হয়নি।’ অন্যদিকে কিছুদিন আগে পাক সংবাদমাধ্যমের তরফে বলা হয়েছিল ভারতীয় সেনাবাহিনীরা কাঁদছে।সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল সেই ভিডিও। এই নিয়েও স্পষ্টভাবে পিআইবির তরফে জানিয়ে দেওয়া হয়, ‘ এই ভিডিওটি ২৭শে এপ্রিল ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছিল। যার সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর কোন যোগসূত্র নেই। ভিডিওটিতে একটি বেসরকারি প্রতিরক্ষা কোচিং ইনস্টিটিউটের। সেখানকার ছাত্ররা ভারতীয় সেনাবাহিনীতে যোগদানের জন্য নির্বাচিত হয়েছেন। আর সেইকারণেই তাঁরা কাঁদছে।’
উল্লেখ্য, ভারতীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়ে কিছু সমাজমাধ্যম, বিশেষত পাকিস্তানের মূলধারার সংবাদমাধ্যম একযোগে নিরন্তর ভুয়ো বিভ্রান্তিকর তথ্য প্রচার করে চলেছে। তাদের একমাত্র উদ্দেশ্য ভারতীয়দের মধ্যে আতঙ্ক ছড়ানো। বেশ কয়েক সপ্তাহ ধরে ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো এই মানসিক আক্রমণ প্রতিহত করার চেষ্টা চালিয়ে এসেছে। তারপরেও ভারতীয় নাগরিক ও সমাজমাধ্যম ব্যবহারকারীরা ভুল তথ্যের শিকার হচ্ছেন। প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট সোচ্চারে সমস্ত ধরনের ভুয়ো তথ্য, মিথ্যা প্রচার ও বিভ্রান্তিকর পোস্টের বিরোধিতা করছে এবং সঠিক তথ্য ভারতীয় নাগরিকের সামনে নিয়ে আসছে। তাতেই সকল সত্য ঘটনা আসছে প্রকাশ্যে।