দেশ

পডকাস্টে মোদিকে নিশানা বানালেন স্ট্যালিন! তুলে ধরলেন গুজরাট দাঙ্গার প্রসঙ্গ

MK Stalin on Narendra Modi

The Truth of Bengal: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের পডকাস্টের প্রথম পর্ব প্রকাশ হওয়ার পরেই আক্রমণাত্মক ভাবে ময়দানে নামল বিজেপি নেতৃত্ব। তাদের অভিযোগ, স্ট্যালিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে মিথ্যাচার করছেন।  নরেন্দ্র মোদি কোথাও কোনও দিন বলেননি, ক্ষমতায় এলে দেশের প্রত্যেকটি নাগরিককে ১৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। প্রথম পাটনা, তারপর বেঙ্গালুরু, তারপর মুম্বই। ২০২৪কে পাখির চোখ করে বিজেপি বিরোধী জোটের তিন দফার বৈঠক হয়েছে ইন্ডিয়া জোটের। জোট নেতৃত্বের দাবি, তিনটি বৈঠকে ধাপে ধাপে অনেকটাই শক্তিশালী হয়েছে জোটশক্তি। এমনকী নিজেদের রাজ্যে রণকৌশলও ঠিক করে ফেলেছে দলগুলি।

চব্বিশকে পাখির চোখ করেই, তামিলনাড়ুতে নয়া কৌশলে ময়দানে নেমেছেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। তিনি শুরু করেছেন পডকাস্ট। মোট পাঁচটি ভাষায় প্রচার করা হচ্ছে। স্ট্যালিন দাবি করেছে, নির্বাচনের আগে নরেন্দ্র মোদি যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা তিনি কোনওটাই পূরণ করেননি।  কথা দিয়েছিলেন, দেশের প্রত্যেক নাগরিকের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে তিনি দেবেন। তা দেওয়া হয়নি। কৃষকদের আয় দ্বিগুন হয়নি। বছরে ২ কোটি চাকরি পাননি দেশের বেকাররা।

তাঁর আরও দাবি, দেশের যা হাল, সে দিক থেকে বিচার করলে, ইন্ডিয়া জোটের জয় হওয়াটা জরুরি। নয়তো আগামী দিনে সারা দেশটাই মণিপুর ও হরিয়ানা হয়ে উঠবে। স্ট্যালিন তাঁর পডকাস্টে সাম্প্রতিক ঘটনাবলিগুলিকেই তুলে ধরেছেন এমন নয়, ২০০২ সালে গুজরাট দাঙ্গার প্রসঙ্গও তুলে এনেছেন। তিনি আরও একবার মনে করানোর চেষ্টা চালিয়েছেন। তাঁর দাবি, দেশের সার্বিক সামাজিক ন্যায় বিচার, সম্প্রীতি, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ধর্মনিরপেক্ষ রাজনীতি ও সমাজতন্ত্র বজায় রাখতে ইন্ডিয়া জোটের জয় পাওয়া জরুরি।

স্ট্যালিনের পডকাস্ট সম্প্রচার হওয়ার পরেই পাল্টা তোপ দেগেছে বিজেপিও। তামিলনাড়ু বিজেপির সহসভাপতি নারায়ণ তিরুপতি জানিয়েছেন, জাতি, ধর্ম, ভাষার ভিত্তিতে স্ট্যালিন বিভাজনের রাজনীতি করার চেষ্টা চালাচ্ছেন। প্রসঙ্গত, অতি সম্প্রতি চেন্নাইয়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মঞ্চে এম কে স্ট্যালিনের পুত্র উদয়নিধি বলেছেন, সনাতন ধর্ম ডেঙ্গু, ম্যালেরিয়া, করোনার মতো। একে গোড়া থেকে উপড়ে ফেলতে হবে, এর বিরোধিতা করে কোনও লাভ নেই। স্বভাবত, সনাতন ধর্মের প্রতি এমন বিদ্বেষমূলক মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি নেতৃত্ব।

Related Articles