“সন্ত্রাস বন্ধ করতে পাকিস্তানকে সহযোগিতা করতে প্রস্তুত ভারত” : প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং
"India ready to help Pakistan to stop terrorism": Defense Minister Rajnath Singh

The Truth Of Bengal : ফের দুর্যোগের ঘনঘটা পাকিস্তানে। নতুন এক আক্রমণ এগিয়ে আসছে পাকিস্তানের দিকে। এমতাবস্থায় প্রতিবেশী দেশের পাশে দাঁড়াতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার জানান, ” প্রতিবেশী দেশ অক্ষম বোধ করলে সন্ত্রাস বন্ধ করতে ভারত প্রস্তুত সহযোগিতার হাত বাড়িয়ে দিতে।”
সম্প্রতি এএনআই এর এক সাক্ষাৎকারে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী জানান, ” পাকিস্তান যদি বুঝতে পারে যে তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে মোকাবিলা করতে সক্ষম নয় তাহলে ভারত তাদের সাহায্য করতে প্রস্তুত।” এছাড়াও তিনি আরো বলেন, ” যারা আমাদের মাটিতে যারা সমস্যা সৃষ্টি করার চেষ্টা করছেন তাদের রেহাই দেওয়া হবে না।” আর এই সাক্ষাৎকারের একটি প্রমো বৃহস্পতিবার টুইটারে প্রকাশ করেছেন ওই সংবাদ সংস্থা। সম্পূর্ণ সাক্ষাৎকারটি বিকেল পাঁচটায় প্রকাশিত হবে।
এছাড়াও তিনি আরো বলেন, ” পাকিস্তান যদি সন্ত্রাসবাদের মাধ্যমে ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করে তাহলে তাদেরকে তার মূল্য দিতে হবে। ” গত সপ্তাহে সিং অপর একটি সংবাদ মাধ্যমের প্রধান সম্পাদকের সঙ্গে কথোপকথনে জানিয়েছিলেন, ” যে ভারতের শান্তি বিঘ্নিত করার চেষ্টা করবে সেই সন্ত্রাসীকে সরকার উপযুক্ত জবাব দেবে। আর কোনোভাবেই যদি সন্ত্রাসী পাকিস্তানে পালিয়ে যায় তাহলে আমরা তাকে অনুসরণ করে পাকিস্তানের মাটিতে নামিয়ে দেব।” প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি সঠিক বলেছেন, এতদিনে নিশ্চই পাকিস্তান বুঝতে পেরেছে যে ভারতের সেই সামর্থ্য রয়েছে।”
ইন্দিরা গান্ধীর আমলে তখনকার পরিস্থিতির কথা উল্লেখ করে সিং বলেন, ” জরুরি অবস্থার সময় আমার মায়ের শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য আমাকে প্যারোল দেওয়া হয়নি। আর এখন তারা ( কংগ্রেস) আমাদের স্বৈরশাসক বলে।”
সূত্রের খবর, এক সমীক্ষার দাবি ভারত সরকার সন্ত্রাসীদের নির্মূল করার জন্য ২০২০ সাল থেকে পাকিস্তানে “টার্গেটেড কিলিং” চালিয়েছে।” পরবর্তীকালে রাজনাথ সিং বলেছিলেন সন্ত্রাসীরা যদি ভারতের শান্তি বিঘ্নিত করার চেষ্টা করে তাহলে, ” ঘুসকে মারেঙ্গে”। তবে তিনি এটিও পরিষ্কার করে জানিয়েছিলেন ভারত কখনো কোন দেশ কে আক্রমণ করেনি। কারোর ভূখণ্ড দখলের চেষ্টা করেনি। কিন্তু কেউ যদি ভারতের শান্তি বিঘ্নিত করার জন্য হুমকি দেয় তাহলে তাদের রেহাই দেওয়া হবে না। ”
এদিকে এই মন্তব্য কে “উস্কানিমূলক” মন্তব্য বলে অভিহিত করেছে পাকিস্তান।