সোফিয়া কুরেশিকে নিয়ে কুরুচিকর মন্তব্য! বিজেপি মন্ত্রীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ শীর্ষ আদালতের
Inappropriate comments about Sofia Khureshi! The Supreme Court orders investigation against the BJP minister.

Truth of Bengal: কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে তীব্র বিতর্কে জড়িয়েছেন মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী বিজয় শাহ। এবার তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালত জানিয়ে দিল, বিজয়ের মন্তব্য কোনোভাবেই ক্ষমার যোগ্য নয় এবং এই ঘটনায় তদন্ত করতে হবে।
সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ— বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি এন কোটিশ্বর সিংয়ের মন্তব্য, “আপনার ক্ষমা চাওয়ার দরকার নেই। আপনি একজন রাজনৈতিক নেতা। এমন মন্তব্য একেবারেই অনুচিত।” আদালত আরও বলেন, “আপনার মন্তব্য লজ্জাজনক, কুমিরের কান্না দেখিয়ে লাভ নেই।”
এই মন্তব্যের তদন্তের জন্য তিন সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠনের নির্দেশ দিয়েছে আদালত। শর্ত হিসেবে বলা হয়েছে, ওই দলে অবশ্যই একজন মহিলা আইপিএস অফিসারকে রাখা হবে।
এই ঘটনার সূত্রপাত ৭ মে পহেলগাঁও জঙ্গি হামলার জবাবে ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’-এর সময়। সফল সেই অভিযানের বিস্তারিত বিবরণ দেন কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার ব্যোমিকা সিং। নারীশক্তি ও সাম্প্রদায়িক ঐক্যের বার্তা দিতে গিয়ে তাঁদের সামনে আনা হয়।
কিন্তু এরপরই বিজয় শাহ এক বিতর্কিত মন্তব্য করেন— এমন কিছু বলেন যা কর্নেল কুরেশিকে অপমান করে এবং সংখ্যালঘু নারীদের সম্পর্কে কুরুচিকর ইঙ্গিত দেয়। তিনি বলেন, “জঙ্গিরা আমাদের বোনদের বিধবা করেছে, তাই প্রধানমন্ত্রী ওদের সম্প্রদায়ের বোনকে পাঠিয়েছেন ওদের শিক্ষা দিতে।”
যদিও কর্নেল কুরেশির নাম উল্লেখ করেননি বিজয়, কিন্তু তাঁর কথার লক্ষ্য যে কুরেশি, তা স্পষ্ট হয়ে ওঠে। সমালোচনার মুখে পরে তিনি দাবি করেন, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে এবং তিনি কর্নেল কুরেশির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত।
তবে এত সহজে ছাড় দেয়নি সুপ্রিম কোর্ট। আদালতের কড়া ভাষ্য, “এটা কাণ্ডজ্ঞানহীন ও দুর্ভাগ্যজনক মন্তব্য। একজন মন্ত্রীর কাছ থেকে এটা আশা করা যায় না।”
এই ঘটনার পর শুধু দেশজুড়েই নয়, মধ্যপ্রদেশ বিজেপির পক্ষ থেকেও বিজয়ের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে তাঁর মন্ত্রীপদ ত্যাগের দাবি জানিয়েছেন। এখন দেখার, তদন্তের পরে কী ব্যবস্থা নেওয়া হয় এই বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে।