হায়দরাবাদে শিল্পপতি দাদুকে ৭০ বার ধারালো অস্ত্রের কোপে খুন নাতির! কোপ মা-কেও
In Hyderabad, industrialist grandfather was stabbed to death by his grandson 70 times with a sharp weapon! He also stabbed his mother
Truth of Bengal: সম্পত্তির ভাগাভাগি জেরে শিল্পপতি দাদুকে ৭০ বার ধারালো অস্ত্র দিয়ে কোপ মারল নাতি! সঙ্গে বাধা দিতে আসা নিজের মাকেও ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে যুবক। এমনই অভিযোগ উঠেছে হায়দারাবাদে। ইতিমধ্যে অভিযুক্ত গুনধর নাতিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, চলতি মাসের ৬ তারিখ রাতে নিজের বাড়িতেই খুন হন ভেলজান গোষ্ঠীর কর্ণধার ভিসি জনার্দন রাও। বয়স ৮৫। আর এই নৃশংস খুনের অভিযোগে অভিযুক্ত জনার্দনেরই নাতি কীর্তি তেজার। এই ঘটনায় অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন অভিযুক্তের মা। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
আমেরিকা থেকে পড়াশোনা শেষ করে কয়দিন হল দেশে ফিরেছেন অভিযুক্ত কীর্তি। দেশে ফিরে বৃহস্পতিবার মাকে সঙ্গে নিয়ে দাদুর বাড়িতে আসে তেজা। সেখানে সম্পত্তি নিয়ে দাদু নাতির মধ্যে বচসা শুরু হয়। বিবাদ চলাকালীন ধারালো ছুরি দিয়ে দাদুকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে কীর্তি। ঘটনাস্থলেই প্রাণ হারান বৃদ্ধ।
তদন্তকারী সূত্রের খবর, তেজার দাবী অনুযায়ী ছোটবেলা থেকে জনার্দন তাঁকে কম ভালবাসতেন। তা নিয়ে তেজার রাগ ছিল দাদুর উপর। সম্প্রতি তেজা কে সম্পত্তির ভাগ দিতে অস্বীকার করছে জনার্দন। সেই আগে থেকেই দাদুকে খুন করেছে কীর্তি। শুক্রবার রাতে এই ভয়ংকর ঘটনা ঘটার পর পুলিশে অভিযোগ দায়ের করে পরিবারের লোক। তার ভিত্তিতেই শনিবার তেজাকে গ্রেফতার করে পুলিশ।