দেশ

ভোট দিলেই মিলবে ২০ শতাংশ ছাড়, ‘ডেমোক্রেসি ডিসকাউন্ট’ রেস্তোরাঁয়

If you vote, you will get a 20 percent discount at the 'Democracy Discount' restaurant

The Truth Of Bengal :  ভোট দিলে মিলবে ছাড়। অনেক কম দামে পছন্দের খাবার খাওয়ার সুযোগ এনে দিল মুম্বইয়ের একাধিক রেস্তোরাঁ। তবে তাঁর জন্য প্রমাণ হিসেবে হাতের আঙুলে থাকতে হবে ভোটের কালি। রেস্তোরাঁয় ঢুকে প্রথমে দেখান ভোট দেওয়ার প্রমাণ। তারপর পছন্দের খাবার অর্ডার করুন। যা ইচ্ছা তাই খান। ১৫ থেকে ২০ শতাংশ কম দামে মিলবে সেই খাবার।

‘ভোটের প্রতিশ্রুতি’ এবং ‘গণতন্ত্রের ছাড়’ নাম দেওয়া হয়েছে স্কিমগুলির অধীনে ছাড় মিলবে। মুম্বই এবং মহারাষ্ট্রের অএঙ্ক এলাকায় হোটেল এবং রেস্তোরাঁগুলি ভোটারদের ভোট দিতে উত্সাহিত করতে এই অফার চালু করেছে। আগামী ২০ এবং ২১ মে এই সুযোগ মিলবে। হোটেল এবং রেস্তোরাঁ অ্যাসোসিয়েশন মানুষকে ভোটদানে উৎসাহিত করতে এই পদক্ষেপ করেছে।

মুম্বই, পালঘর, কল্যাণ এবং থানে লোকসভা কেন্দ্রে আগামী ২০ মে হতে চলেছে ভোট। সেই সব আসনে বেশি করে ভোটদানে উৎসাহিত করতে রেস্তোরাঁগুলি খাবারে ছাড় দিচ্ছে। মূলত কমবয়সীরা বেশি খেতে আসেন রেস্তরাঁগুলিতে। আবার কমবয়সীদের মধ্যে দেখা যায় ভোটদানে কম অংশ নিতে। সেই যুব সমাজকে আরও বেশি করে গণতন্ত্রের উৎসবে যুক্ত করার জন্য আসরে নেমেছে রেস্তোরাঁগুলি। সব খাবারে ছাড় দেওয়ার ঘোষণা করা হয়েছে। ভোট দেওয়ার প্রমাণ হিসেবে হাতের আঙুলে থাকা কালি দেখাতে পারলেই সব খাবারে মিলবে ২০ শতাংশ পর্যন্ত ছাড়া।

এই অফারের কথা এখন সামাজিক মাধ্যমে ঘোরাফেরা করছে। যা নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে ভোট নেওয়ার জন্য টাকা বিলোনোর অভিযোগ ওঠে। তাতে সেই দলের ভোট বাড়ে। এবার গণতন্ত্রের উৎসবকে আরও সমৃদ্ধ করতে রেস্তোরাঁয় ছাড় দেওয়ার ঘোষণা করা হয়েছে। তবে এই ছাড় পেতে হলে ভোট দিলেই হবে। কোন দলকে ভোট দিয়েছেন সেটা বিচার্য হবে না।

Related Articles