৫ লক্ষের মাদক অর্ডার! পুলিশের জালে হায়দরাবাদের চিকিৎসক
Hyderabad doctor arrested for drug order worth Rs 5 lakh

Truth Of Bengal: হায়দরাবাদে মাদক অর্ডার দিয়ে পুলিশের জালে ধরা পড়লেন চিকিৎসক নম্রতা চিগুরুপতি। তিনি ওমেগা হাসপাতালের প্রাক্তন সিইও। ছয় মাস আগে সেই পদ থেকে ইস্তফা দেন। পুলিশ সূত্রে জানা গেছে, নম্রতা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মুম্বইয়ের মাদক ব্যবসায়ী ভানস ঢাক্করের সঙ্গে যোগাযোগ করে প্রায় ৫ লক্ষ টাকার কোকেন অর্ডার করেছিলেন। তবে, মাদক পৌঁছনোর আগেই পুলিশ অভিযান চালিয়ে সরবরাহকারী বালাকৃষ্ণকে গ্রেফতার করে এবং নম্রতাকেও আটক করে। অনলাইনে পুরো মাদকের টাকা পরিশোধও করেছিলেন নম্রতা চিগুরুপতি। মাদকটি হায়দরাবাদের রায়াদুরগামে কুরিয়ারের মাধ্যমে পৌঁছনোর কথা ছিল।
পুলিশের তরফে জানান হয়েছে, তল্লাশির সময় তাঁদের কাছ থেকে ৫৩ গ্রাম কোকেন, নগদ ১০ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের সময় নম্রতা স্বীকার করেছেন যে, তিনি এখন পর্যন্ত প্রায় ৭০ লক্ষ টাকা মাদকের পেছনে খরচ করেছেন। তবে কি কারণে নম্রতা এত টাকা দিয়ে মাদক কিনেছেন তা স্পষ্ট নয়। তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে হায়দরাবাদ পুলিশ।
সেই সঙ্গে পুলিশ নম্রতা, ভানস ঢাক্কার এবং বালাকৃষ্ণের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের অধীনে একাধিক ধারায় মামলা রুজু করেছে এবং তাঁদের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। এই ঘটনায় চিকিৎসক মহলে ও সামাজিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একজন চিকিৎসা পেশাজীবীর এ ধরনের কর্মকাণ্ড নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট মহল। এই ঘটনা হায়দরাবাদে মাদকের বিস্তার এবং সমাজের বিভিন্ন স্তরে এর প্রভাব সম্পর্কে নতুন করে চিন্তা আরও বাড়িয়ে তুলেছে। ইতিমধ্যেই এই পুরো ঘটনা নিয়ে তদন্ত হয়েছে।