দেশ

সীমান্তে উদ্ধার বিপুল অস্ত্র! তদন্তে বিএসএফ

Huge weapons recovered at border! BSF investigating

Truth Of Bengal: ভারত-পাক সংঘর্ষবিরতির মধ্যেই অমৃতসর সীমান্তে চাঞ্চল্যকর ছবি। অমৃতসর সীমান্তে উদ্ধার প্রচুর অস্ত্রশস্ত্র। মিলেছে আড়াই কেজির উপর উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক । অমৃতসর সীমান্তে বিএসএফ ও পঞ্জাব পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়েছে। ঘটনাটি সংঘর্ষবিরতির মাঝেই ঘটে, যখন ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, অমৃতসর জেলার শেখ ভাট্টি গ্রামে অভিযান চালিয়ে একটি হলুদ প্লাস্টিকের প্যাকেট থেকে ২.৭ কেজি বিস্ফোরক, দুটি ডিটোনেটর, দুটি হ্যান্ড গ্রেনেড, দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং ৩০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এই অস্ত্র ও বিস্ফোরকগুলি পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে ভারতে পাঠানো হয়েছে। গত চার বছরে অমৃতসর সীমান্তে বিএসএফ যে ২৫১টি ড্রোন আটক করেছে, তার মধ্যে ৭৫ শতাংশ ড্রোন পাকিস্তানের লাহোর থেকে উড়ে এসেছিল।

এই ধরনের ড্রোনের মাধ্যমে অস্ত্র ও মাদক পাচার সীমান্ত অঞ্চলে বড় ধরনের নিরাপত্তা হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিএসএফ ও পঞ্জাব পুলিশ ইতিমধ্যে বেশ কয়েকটি ড্রোন ও মাদক চালান আটক করেছে, যার মধ্যে রয়েছে ৮.৫৬ কেজি হেরোইন এবং চাইনিজ ড্রোন। এই ঘটনার পর, পঞ্জাব পুলিশের এসএসপি মনিন্দর সিং জানিয়েছেন যে, স্থানীয় কেউ এই চক্রের সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

অন্যদিকে এত পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হতেই আরও নড়েচড়ে বসেছে গোয়েন্দারা। অমৃতসর জুড়ে কার্যত চিরুনি তল্লাশি চলছে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে,গতকাল রাতে যে সময় পাকিস্তান ড্রোন হামলা করে অমৃতসরে, সেই সময়ই তারা ড্রোনের মাধ্যমেই এই বিপুল পরিমাণে আরডিএক্স এবং অস্ত্র ভারতে পাঠায়। কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা এখন স্পষ্ট নয়। এই পুরো বিষয়টি নিয়ে শুরু হয়েছে তদন্ত।

Related Articles