ভয়াবহ পথ দুর্ঘটনা হরিয়ানার সোনিপতে, দুর্ঘটনায় আহত প্রায় ৫০
Horrible road accident in Haryana's Sonepat, around 50 injured in the accident

Truth Of Bengal : সোমবার রাতে ভয়াবহ পথ দুর্ঘটনা হরিয়ানায়র সোনিপতে। দুটি যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষ। এই দুর্ঘটনায় ৫০ এর বেশি যাত্রী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে হরিয়ানার সোনিপত জেলার খারখোড়াতে গ্রামে। এই ভয়াবহ দুর্ঘটনায় আহত যাত্রীদের কাছের খাড়খোড়া কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়।গুরুতর আহত যাত্রীদের সেখান থেকে পিজিআই হাসপাতলে পাঠানো হয়।
আহত যাত্রীদের সংখ্যা বেশি হওয়ায় তাদের মেঝেতে শুয়িয়ে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়। জানা গিয়েছে যাত্রীবাহি বাস দুটি খাড়খোড়া বাহাদুরগড় রোড দিয়ে নিজেদের গন্তব্যের দিকে যাচ্ছিল।খুররামপুরে বাঁক নেওয়ার সময় দুটি যাত্রীবাহি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।এই ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাহাদুরগড় থেকে যে বাসটি খাড়খোড়াগামী দিকে যাচ্ছিল হঠাৎ বাসটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টো দিক থেকে আসা ওপর একটি যাত্রীবাহি বাসকে ধাক্কা মারে।
এই দুর্ঘটনায় অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার জিত সিং বেণিওয়াল জানিয়েছেন, আহত যাত্রীদের মধ্যে ৫ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। কীভাবে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।দুর্ঘটনার খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে পোঁচ্ছান এলাকার সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট শ্বেতা সুহাগ। তিনি এই দু্র্ঘটনায় আহত যাত্রী এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।