দেশ

হায়দ্রাবাদের বেকারিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই প্রচুর টাকার জিনিসপত্র

Horrible fire in the bakery of Hyderabad, a lot of valuables were burnt to ashes

The Truth Of Bengal : দেশে ফের অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে হায়দ্রাবাদের মালাকপেট থানার অন্তর্গত মুসরবাগ এলাকার একটি বেকারিতে। পুড়ে ছাই হয়ে গিয়েছে প্রচুর নামিদামি জিনিসপত্র। তদন্তে পুলিশ।

জানা যায় সোমবার হায়দ্রাবাদের মালাকপেট থানার অন্তর্গত মুসরবাগ এলাকার একটি বেকারিতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর স্থানীয়রা তা দেখতে পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে দৌড়ে আসে। প্রথমে নিজেরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এরপর দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মালাকপেট থানার পুলিশ। প্রাথমিকভাবে স্থানীয়দের অনুমান, শর্ট সার্কিট থেকেই হয়তো এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। এদিকে সত্যিই শর্ট সার্কিট থেকে ঘটনাটি ঘটেছে নাকি এর পেছনে রয়েছে অন্য কোন কারণ তার তদন্ত ইতিমধ্যেই শুরু করে দিয়েছে মালাকপেট থানার পুলিশ।

একজন পুলিশ আধিকারিক জানান, ” সকালবেলা আমাদের কাছে খবর আসে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান। ঘটনায় হতাহতের কোন খবর নেই।” ইতিমধ্যে এ সম্পূর্ণ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Related Articles