
The Truth of Bengal: আবারও শপিংমলে বিধ্বংসী আগুন। শহর কলকাতার অ্যাক্রোপলিশ মলে অগ্নিকাণ্ডের পর এবারের ঘটনাস্থল নয়ডার লজিক্স মল। অন্যান্য দিনের মতো শুক্রবারও সকাল থেকেই নয়ডার ওই জনপ্রিয় শপিংমল ছিল জনবহুল। তবে আচমকাই বেলার দিকে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা শপিংমল। আতঙ্কিত হয়ে পড়েন সেখানে উপস্থিত সকলে। তীব্র আতঙ্কের জেরে সেখানে উপস্থিত সকলের মধ্যেই শুরু হয়ে যায় হুড়োহুড়ি।
সঙ্গে সঙ্গে ওই লজিক্সমলে উপস্থিত প্রত্যেককেই মলের বাইরে নিরাপদ স্থানে বের করে আনা হয়। গোটা লজিক্স মল ফাঁকা করে দেওয়া হয়। এই খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছয় দমকল। দমকলের লাগাতার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়। তবে আগুনের বিভৎসতা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে আশেপাশে থাকা মানুষজনও। ইতিমধ্যেই এই অগ্নিকাণ্ডের ঘটনার একাধিক ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।
লজিক্স মলের সেই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ছবি দেখে শিউরে উঠছেন নেটাগরিকরা। সঠিক সময়ে প্রত্যেককে শপিংমলের বাইরে বের করে আনা হয়েছে বলেই হতাহতের কোনও খবর নেই। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, ওই শপিংমলের একটি পোশাক বিপণনীতে শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগার ঘটনা ঘটে। স্বাভাবিকভাবেই এই মুহূর্তের শপিংমল কর্তৃপক্ষের ব্যাবস্থাপনা নিয়েও উঠতে শুরু করেছে নানা প্রশ্ন। আগুন লাগার সঠিক কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।