শুনানির সম্প্রচারের ভিডিয়ো নিয়ে কাটাছেঁড়া করা যাবে না,নির্দেশ হাই কোর্টের
High Court orders that the video of the hearing broadcast cannot be edited

Truth of Bengal: আদালতে বিভিন্ন মামলার শুনানির সরাসরি সম্প্রচারের ভিডিয়ো নিয়ে কোনও রকম কাটাছেঁড়া করা যাবে না। জানিয়ে দিল মধ্যপ্রদেশ হাই কোর্ট। ওই ধরনের ভিডিয়ো সমাজমাধ্যমে আপলোড করার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সোমবার এই সংক্রান্ত একটি জনস্বার্থ মামলার শুনানির সময়ে এই নির্দেশ দিয়েছে আদালত।
মধ্যপ্রদেশ হাই কোর্টের প্রধান বিচারপতি সুরেশ কুমার কাইত এবং বিচারপতি বিবেক জৈনের বেঞ্চে মামলাটির শুনানি হয়েছে। আদালতের সরাসরি সম্প্রচারের ভিডিয়ো এডিট করে সমাজমাধ্যমে আপলোড করা নিষিদ্ধ করেছে প্রধান বিচারপতির বেঞ্চ।
আদালত জানায়, সরাসরি সম্প্রচারের ভিডিয়ো সমাজমাধ্যম বা টেলিভিশনে ব্যবহার করতে হলে আদালতের অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া ওই ভিডিয়ো নিয়ে কোনও রকম কাটাছেঁড়া করা যাবে না। নির্দেশনামায় আদালত জানিয়েছে, ‘‘বিধি থাকা সত্ত্বেও সরাসরি সম্প্রচারের ভিডিয়োর ভুল ব্যবহার করা হচ্ছে। সমাজমাধ্যমে ওই ভিডিয়ো কেটে, শেয়ার করে, এডিট করে মিম এবং রিল ভিডিয়ো তৈরি করে বিচারব্যবস্থাকে ব্যঙ্গ করা হচ্ছে।’’
চার সপ্তাহের মধ্যে লিখিত জবাব দিতে হবে মেটা, ইউটিউব, এক্সের মতো প্ল্যাটফর্মগুলিকেও। আদালতের সরাসরি সম্প্রচারের ভিডিয়ো ব্যবহার করে এত দিন পর্যন্ত যাঁরা যাঁরা যত টাকা রোজগার করেছেন, তা ফেরত নেওয়া এবং সমাজমাধ্যম থেকে ওই ভিডিয়োগুলি মুছে দেওয়া উচিত বলেও জানান মামলাকারী। তবে সেই সংক্রান্ত নির্দেশ এখনও দেওয়া হয়নি।