হিরোর মতো কাজ! প্রবীণ ব্যক্তি হৃদরোগে আক্রান্ত দিল্লি বিমানবন্দরে, মহিলা চিকিত্সক উদ্ধার করে দিলেন সিপিআর
Heroic! Elderly Man Suffers Heart Attack, Collapses At Delhi Airport; Woman Doctor Rescues By Giving Timely CPR

The Truth of Bengal : দিল্লি বিমানবন্দরে ঘটে যায় আকস্মিক দুর্ঘটনা। দেখা যায়,আচমকা,এক প্রবীণ মানুষ হৃদরোগে আক্রান্ত হয়েছেন। সেই ঘটনায় হতবাক হয়ে যান বিমানবন্দরে থাকা যাত্রীরা। সেইসময় এক মহিলা চিকিত্সক তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেন। জীবন বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেন। সঙ্গে সঙ্গে সেই আক্রান্ত ব্যক্তিকে সিপিআর দেওয়ার ব্যবস্থা করেন। ভিডিয়োয় সেই সেবা কাজের ছবি ধরা পড়ে।
Today at T2 Delhi Airport, a gentleman in his late 60s had a heart attack in the food court area.
This lady Doctor revived him in 5 mins.
Super proud of Indian doctors.
Please share this so that she can be acknowledged. pic.twitter.com/pLXBMbWIV4
— Rishi Bagree (@rishibagree) July 17, 2024
সিপিআর- হল এমন একটি জীবনদায়ী পদ্ধতি। মানুষের হৃদযন্ত্র ও শ্বাসযন্ত্র কাজ করা বন্ধ হয়ে গেলে, এই পদ্ধতির মাধ্যমে শরীরে রক্ত ও অক্সিজেন চলাচল স্বাভাবিক করা যায়।হৃদরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য এই পদ্ধতি ব্যবহার করা হয়। কোনও ব্যক্তির হৃদপিন্ডে যদি রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, তখন সেই ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হন।এই অবস্থায় মানবিক ছোঁয়ায় মহিলা চিকিত্সক হৃদরোগে আক্রান্ত ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করেন। এবিষয়ে আরও জানা গেছে,বছর ৬০-এর ব্যক্তি, আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে ফুড কোর্ট চত্বরে অসুস্থ হয়ে পড়েন।
देखिए दिल्ली के एयरपोर्ट T2 पर फूड कोर्ट में 60 वर्षीय एक बुजुर्ग व्यक्ति को अचानक दिल का दौरा पड़ा एक महिला ने बुजुर्ग व्यक्ति को 5 मिनट में CPR दी बुजुर्ग को आया होश pic.twitter.com/qYHlftFGU7
— Lavely Bakshi (@lavelybakshi) July 17, 2024
তখন ঘটনাচক্রে সেই জায়গায় ছিলেন মহিলা চিকিত্সক। তত্ক্ষণাত্ তিনি তাঁকে বিমানবন্দর চত্বরেই প্রাথমিক চিকিত্সা ও সিপিআর শুরু করেন। এমনকি সিপিআর দেওয়ার পর অসুস্থ ও বয়স্ক ব্যক্তি জ্ঞান ফিরে পান ৫ মিনিটের মধ্যে। জ্ঞান ফিরে পাওয়ার পর প্রবীণ মানুষটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।যাতে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। এটা ভীষণ উদ্বেগের যে প্রবীণ ব্যক্তিরা প্রায়শই হৃদরোগে আক্রান্ত হচ্ছেন।তাঁদের মধ্যে এই রোগের আশঙ্কা বাড়ছে।এর এই সবের মধ্যে দিল্লির মহিলা চিকিত্সক যেভাবে মানবিক ভূমিকা নেন তা সবমহলের কাছে প্রশংসা আদায় করে নিচ্ছে বলা যায়।