হিন্দু বিরোধী আচরণ দলের, তাই দল ছাড়লেন কংগ্রেসের গৌরব বল্লভ
Gourav Vallabh joins BJP, hours after quitting Congress

The Truth of Bengal: ‘সনাতন ধর্মের বিরোধী স্লোগান দিতে পারি না। দেশের সম্পদ সৃষ্টিকারীদের গালি দিতে পারি না।‘ এই কথা বলে কংগ্রেস পার্টির সমস্ত পদ এবং প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন কংগ্রেস মুখপাত্র গৌরব বল্লভ। এরপরেই রাহুল গান্ধি-মল্লিকার্জুন খড়্গের দলের বিরুদ্ধে হিন্দুবিরোধী আচরণের অভিযোগ তুলেছেন গৌরব।
কংগ্রেসের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে গৌরব বল্লভ এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘কংগ্রেস দল যে দিশাহীনতার পথে এগিয়ে যাচ্ছে, তাতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না।’ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন তাতে লিখেছেন, ‘ব্যথিত, দুঃখিত। অনেক কথা বলার ছিল। কিন্তু আমার সংস্কার আমাকে বাধা দিচ্ছে। তবে সত্য গোপন করা অনুচিত।’
গৌরভ আরও বলেছেন, ‘অযোধ্যায় রাম মন্দির নিয়ে কংগ্রেসের অবস্থান আমাকে অবাক করেছে। দলের এই অবস্থানে আমাকে খুবই অস্বস্তিতে পডতে হয়েছে। কারণ জন্মসূত্রে আমি একজন হিন্দু এবং পেশায় একজন শিক্ষক। কংগ্রেস ও তার জোটের সনাতন ধর্মের বিরুদ্ধে কথা বলছেন’।
গৌরব বল্লভ আরও বলেছেন, ‘রাজনীতিতে এসেছিলাম মানুষের কথা বলতে। কিন্তু দল এখন যে দিশাহীনতার দিকে এগিয়ে যাচ্ছে, তাতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না।’ সদ্য ইস্তফা দেওয়া কংগ্রেস নেতা গৌরব বল্লভের অভিযোগ, ‘আমি সনাতন ধর্মে বিশ্বাসী। সনাতন বিরোধী স্লোগান তুলতে পারি না। দেশের সম্পদ সৃষ্টিকারীদের গালি দিতে পারি না। তাই কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা দিছি।’
#WATCH | Delhi: Former Congress leader Gourav Vallabh joins BJP, in the presence of BJP General Secretary Vinod Tawde. pic.twitter.com/NAc0kX22vW
— ANI (@ANI) April 4, 2024
আগে কংগ্রেসের টিকিটে ঝাড়খণ্ডের জামশেদপুর এবং রাজস্থানের উদয়পুরে ভোটে লড়েন তিনি। কিন্তু, কোনও বারের তিনি জিততে পারেননি। তা সত্ত্বেও কংগ্রেস তাঁকে সর্বভারতীয় মুখপাত্র পদ দিয়েছিল। এখন সেই কংগ্রেস নেতা দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছে। কংগ্রেস ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি বিজেপিতে যোগ দিয়ে পুরনো দলের বিরুদ্ধে বিষোদগার করেছেন।