দেশ

বিমানযাত্রীদের জন্য সুখবর! কমছে বিমানের ভাড়া

Flight Ticket price

The Truth of Bengal: রামমন্দিরের উদ্বোধনের আগে বড় চমক।  বিমানযাত্রীদের জন্য সুখবর দিল ইন্ডিগো। বিমানের ভাড়া ১ হাজার টাকা কমে যাচ্ছে। ২২শে জানুয়ারী রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে তার আগে ১ হাজার টাকা বিমান ভাড়া কমে যাওয়ায় খুশি পুন্যার্থীরা।রাম মন্দির উদ্বোধনের জন্য গোটা দেশ যখন অপেক্ষা করছে এমন সময়ে কোম্পানির পক্ষ থেকে বিমান ভাড়া কমানোর ঘোষণা নিয়ে শুরু হয়ে গিয়েছে নতুন চর্চা।

প্রথম সংস্থা হিসাবে ইন্ডিগোই প্রথম অযোধ্যা বিমানবন্দর থেকে বিমান পরিষেবা শুরু করেছে।প্রসঙ্গত, এভিয়েশন ফুয়েলের (ATF) দাম কমানোর পর ইন্ডিগো বিমান ভ্রমণের টিকিটের উপর ধার্য ‘ফুয়েল চার্জ’ বন্ধ করার ঘোষণা করেছে। বৃহস্পতিবারই এই ঘোষণা করা হয়েছে। যার ফলেই অচিরেই বিমানের ভাড়া প্রায় হাজার টাকা পর্যন্ত কমে যাচ্ছে।

গোটা দেশে এটিএফ বা এভিয়েশন টারবাইন ফুয়েল-এর দাম বৃদ্ধির পর, ইন্ডিগো ২০২৩ সালের ৬ অক্টোবর থেকে বিমান ভাড়ার সঙ্গে জ্বালানির অতিরিক্ত চার্জ নেওয়া শুরু করে। দূরত্বের উপর নির্ভর করে এই ফি ৩০০ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছিল। এখন যেহেতু ATF-এর দাম কমেছে, ইন্ডিগো ফ্লাইটের টিকিট থেকে জ্বালানি চার্জ সরিয়ে দিয়েছে। ফলস্বরুপ বিমান ভাড়া কমানো হয়ছে। ৪ জানুয়ারি থেকে এই নতুন দাম কার্যকর হচ্ছে বলেই জানা যাচ্ছে।

Related Articles