সুইসাইড বোমা দাও, পাকিস্তানে গিয়ে হামলা করব!…ভাইরাল কর্নাটকের মন্ত্রীর বিস্ফোরক মন্তব্য
Give me a suicide bomb, I will go and attack in Pakistan!... Explosive comment of Karnataka minister goes viral

Truth Of Bengal: জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। এই ঘটনার পর কর্নাটকের আবাসন ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী বি. জেড. জামির আহমেদ খান একটি বিস্ময়কর মন্তব্য করে ভাইরাল হয়েছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যদি অনুমতি দেন, তাহলে তিনি আত্মঘাতী বোমা বেঁধে নিজেই পাকিস্তানে গিয়ে যুদ্ধ করবেন।
শুক্রবার এক প্রেস কনফারেন্সে খান বলেন, “আমরা ভারতীয়, আমরা হিন্দুস্তানি। পাকিস্তান কখনোই আমাদের বন্ধু ছিল না, সবসময় আমাদের শত্রু ছিল। মোদি, অমিত শাহ ও কেন্দ্র যদি অনুমতি দেন, আমি পাকিস্তানে গিয়ে যুদ্ধ করতে প্রস্তুত।”
তিনি আরও বলেন, “আমি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ করছি, আমাকে একটি আত্মঘাতী বোমা দিন। আমি তা শরীরে বেঁধে পাকিস্তানে গিয়ে হামলা চালাতে চাই।”
এর আগে পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার কঠোর নিন্দা করেন খান। তিনি এই ঘটনাকে “অমানবিক ও জঘন্য” বলে আখ্যা দেন এবং বলেন, প্রত্যেক ভারতীয়ের একজোট হয়ে এই ধরনের ঘটনার বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। তিনি জাতীয় নিরাপত্তা নিয়ে কেন্দ্রকে কড়া পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে পর্যটকদের উপরে হামলা চালায় লস্কর-ই-তইয়েবার সঙ্গে যুক্ত একটি সন্ত্রাসী দল। এই হামলায় অন্তত ২৬ জন নিহত হন, যাদের মধ্যে বিদেশি পর্যটকও ছিলেন। আহত হন আরও অনেকে। হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF) নামক সংগঠন।
প্রত্যক্ষদর্শীদের মতে, হামলাকারীরা প্রথমে পর্যটকদের কাছে ‘কালিমা’ পড়তে বলে ও তাদের ধর্ম নির্ধারণের জন্য প্যান্ট খুলতে বাধ্য করে। পরে হিন্দু পুরুষদের গুলি করে হত্যা করে। এক স্থানীয় ঘোড়সওয়ার, যিনি বাধা দিতে যান, তাকেও হত্যা করা হয়।
এই ঘটনার পর ভারত সরকার পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করেছে। ইন্দাস জলচুক্তি স্থগিত, পাকিস্তানের কূটনৈতিক মিশনের কর্মী সংখ্যা কমানো, পাকিস্তানি বিমানের জন্য ভারতের আকাশসীমা বন্ধসহ একাধিক কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ ও ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে।