ফের রেললাইন থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধার, নতুন করে বিপদের আশঙ্কা
Gas cylinder found on the rail track in Uttarakhand

Truth Of Bengal, Barsa Sahoo : উত্তরাখণ্ডের রুরকির ধান্দেরা রেলস্টেশনের কাছে রেললাইন থেকে আবারও গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়েছে। রেললাইনের মাঝখানে পড়ে থাকা সিলিন্ডারটি সেনাবাহিনীর ট্রেন আসার ঠিক আগে দেখা যায়, তবে তার আগেই ওই পথে একটি মালগাড়ি যাচ্ছিল। মালগাড়ির চালক তৎক্ষণাৎ আপৎকালীন ব্রেক কষে গাড়িটি থামান এবং দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন রেলের শীর্ষ কর্তারা, রেল পুলিশ এবং রেল সুরক্ষা বাহিনী। প্রায় পাঁচ কিলোমিটার এলাকা তন্ন তন্ন করে তল্লাশি চালানো হয় এবং আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে এখনও পর্যন্ত কোনও সূত্র খুঁজে পাওয়া যায়নি।
এই ঘটনার সঙ্গে সম্পর্কিত অজ্ঞাতপরিচয়ের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য, এই প্রথম নয়, গত সেপ্টেম্বরে লালগোপালগঞ্জ ও কানপুরে রেললাইন থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের ঘটনা ঘটেছে। তাছাড়া, আরও বেশ কিছু স্থানে রেললাইন থেকে লোহার পাত, সিমেন্টের ব্লক এবং মাটির ঢিবিও উদ্ধার হয়েছে, যেগুলি যাত্রিবাহী ট্রেনকে লাইনচ্যুত করানোর উদ্দেশ্যে করা হয়েছে বলে সন্দেহ প্রকাশ করে পুলিশ। রেল কর্তৃপক্ষ ও সুরক্ষা বাহিনী এই ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে এবং জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।