এক এক্স ইউজার মহারাষ্ট্রের দুর্ঘটনাকে ভয়ঙ্কর খুন বলে দাবি করলেন!
Viral Post Of X User Explaining Why Maharashtra Cliff Accident Was Actually A 'Pre-Planned Murder'

The Truth of Bengal: আপাততঃ দেখে আমরা যা বুঝি আসলে সেকথা সত্যি নাও হতে পারে।দৈন্দিন নানা ঘটনার ভিড়ে হারিয়ে যাওয়া এমন কিছু ঘটনা যা সত্যিই আঁচড় কাটে মনে।প্রশ্ন তোলে,সেই ঘটনার পিছনে অন্যকোনও কারণ নেই তো ? রহস্যে মোড়া সেইরকমই এখন ঘটনা ঘিরে এখন তোলপাড় পড়ে গেছে জাতীয় স্তরের সংবাদমাধ্যমেও। সোমবার মহারাষ্ট্রে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে, যেখানে একটি ২৩-বছর-বয়সী মহিলা মারা যান।শোনা যায়, গাড়িটি রিভার্স গিয়ারে থাকার ফলে বিপত্তি হয়।ভুলভাবে গাড়ির এক্সিলারেটর চাপ দেন তিনি। যারজন্য ৩০০ফুট পাহাড়ের খাদে পড়ে যান তিনি।এক বন্ধুর সঙ্গে সুলিভঞ্জনের দত্তাত্রেয় মন্দিরে গিয়েছিলেন শ্বেতা দীপক সুরওয়াসে। সেই ঘটনার আসল সত্যি এবার ফাঁস করা হয়েছে বলে এক এক্স ইউজার দাবি করেছেন।এক্সইউজারকারী জানিয়েছেন,আসলে এটি ঠান্ডা মাথায় খুন। পূর্বপরিকল্পিতভাবেই মেয়েটিকে হত্যা করা হয়েছে বলে ভিডিয়ো তুলে ধরে দাবি করেছেন তিনি। এক্স ইউজারে তিনি প্রশ্ন তুলেছিলেন,যিনি গাড়ি চালানো শেখাচ্ছিলেন তিনি কেন চালকের পাশে বসেছিলেন না ? এমনকি সেই ব্যক্তি এমনভাবে গোটা ঘটনা ক্যামেরাবন্দি করেন,যাতে মনে হয় আসলে পুরো ঘটনাটিই দুর্ঘটনা। সন্দেহের বাইরে থাকার জন্য এই পূর্বপরিকল্পনা করা হয় বলেও চোখ খুলে দেওয়া চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন তিনি।
On Camera, Woman Reverses Car Off #Maharashtra Cliff, Falls 300 Feet, Dies
Read Here: https://t.co/KRKKoWvbkh pic.twitter.com/lk2L3BtZHW
— NDTV (@ndtv) June 18, 2024
কিভাবে পূর্ব পরিকল্পিতভাবে খুন করা হয়েছিল ?
১. আমরা যখন কাউকে ড্রাইভিং শেখাই তখন অবশ্যই আমরা ড্রাইভারের পাশে বসি,কখনই ড্রাইভারের থেকে দূরে থাকি না।
২. দ্বিতীয়তঃ নতুন চালকরা যখন গাড়ি থামান বা পিছনে নিয়ে যান তখন তাঁরা অভ্যাস না থাকার জন্য তা দ্রুত করে বসেন।
৩. কেন তিনি রেকর্ডিং করছিলেন,তা নিয়ে কেউ কেন প্রশ্ন তুলছে না ?
এই ভিডিয়োটা আপনারা ভালোভাবে দেখুন,তাহলে বিষয়টি পরিষ্কার হবে….
এই খুনের পিছনে একাধিক কারণ থাকতে পারে।প্রথমতঃ বিবাহ বর্হিভূত সম্পর্কের জন্য খুন করা হতে পারে বা বীমার সুবিধা পাওয়ার জন্য এই কাণ্ড ঘটানো হতে পারে। খুন করার জন্য যেভাবে খাড়া উঁচু পাহাড়কে বেছে নিয়েছিলেন তা মোটের ওপর বুদ্ধিমানের কাজ বলেও এই ব্যক্তি উল্লেখ করেছেন।