দেশ

BIG BREAKING বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদি মারা গেলেন

The Truth Of Bengal : বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদি মারা গেলেন । বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা সুশীল কুমার মোদি সোমবার ৭২ বছর বয়সে মারা গেলেন । সুশীল কুমার মোদি এই বছরের এপ্রিলে ইচ্ছে প্রকাশ করেছিলেন  2024 সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না।    তিনি ক্যান্সারে ভুগছিলেন , এবং খারাপ স্বাস্থ্যের কারণেই  এই সিদ্ধান্ত নিয়েছিলেন  ।

 

তিনি চিকিৎসাধীন ছিলেন দিল্লির এইমসে। রাজ্যসভার এই প্রাক্তন সাংসদ এর মরদেহ আগামীকাল পার্টনায় রাজেন্দ্রনগর এলাকায় তার বাসভবনে আনা হবে । তারপর দিন করা হবে শেষকৃত্য। ভোটে যখন তিনি লড়বেন না বলে ঠিক করেছিলেন তখন এক্স হ্যান্ডেল এ সুশীল মোদীর জানিয়েছিলেন গত ছয় মাস ধরে ক্যান্সারের সঙ্গে যুঝতে হচ্ছে। প্রধানমন্ত্রীকে সব কিছু বলে দিয়েছি বলে তিনি তখন জানিয়েছিলেন।বিহারের বিজেপির তরফ থেকে এক্স হ্যান্ডেলে তাঁর আত্মার শান্তি কামনা করা হয়েছে।

 

Related Articles