‘ক্ষমা করা বীরদের একটা গুণ’ – ইন্দিরা গান্ধীর ১০৪ তম জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য রাহুল প্রিয়ঙ্কার
'Forgiveness is a virtue of heroes' - Rahul Priyanka pays tribute to Indira Gandhi on her 104th birth anniversary

The Truth Of Bengal : ১৯১৭ সালে ১৯ নভেম্বর এলাহাবাদের জন্মগ্রহণ করেন প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এবছর প্রয়াত ও প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০৪ তম জন্ম দিবস। এই জন্মদিবস উপলক্ষে দিল্লির শক্তিঘাটে গিয়ে শ্রদ্ধাঞ্জলি জানালেন পুত্রবধূ সোনিয়া গান্ধী।
শুধু তাই নয় পিতামহির স্মরণে এদিন রাহুল গান্ধী তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘দেশের সবথেকে সফল প্রধানমন্ত্রী হিসেবে ইন্দিরা গান্ধীর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। রাহুল আরো লিখেন তার সবথেকে বড় শক্তি ছিল মানুষের সঙ্গে থাকা এবং তাদের সাথে সমস্ত সুখ দুঃখ ভাগ করে নেওয়া। ঠাকুরমা তোমার সাহস সব সময় অনুপ্রেরণা জোগাবে। তুমি আমার মনের মধ্যে রয়েছ’।
ইন্দিরা গান্ধীর জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও। প্রসঙ্গত এলাহাবাদের প্রতিষ্ঠিত উকিল মতিলাল নেহেরুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন ইন্দিরা। বাবা ছিলেন পন্ডিত জহরলাল নেহেরু। প্রভাবশালী নেহেরু পরিবারের জন্মগ্রহণ করার ফলে তিনি ছোট থেকেই বেড়ে উঠেছেন রাজনৈতিক পরিমণ্ডলে। ইনি প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন ১৯৬৬ সালে। ১৯৬৬ থেকে ১৯৭৭ এবং ১৯৮০ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন ইন্দিরা। ১৯৮৪ সালের ৩১ শে অক্টোবর তার ব্যক্তিগত দুই রক্ষী তাকে গুলি করে হত্যা করে।
FREE ACCESS