দেশ

‘মুজাহিদ দমন না করায়…’, ৭৫ বছরের ব্যর্থতাকে তুলে ধরলেন মোদি

'For not suppressing the Mujahideen...', Modi highlights 75 years of failure

Truth Of Bengal: গান্ধীনগর: ১৯৪৭ সালের দেশভাগ ও তৎপরবর্তী সন্ত্রাসবাদ নিয়ে সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গান্ধীনগরে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ভারতের স্বাধীনতার রাতেই কাশ্মীরে প্রথম সন্ত্রাসী হামলা হয়েছিল, আর সেই থেকেই দেশের একাংশ পাকিস্তানের হাতে চলে যায় — ‘মুজাহিদ’ নামক ছদ্মবেশী সন্ত্রাসীদের মাধ্যমে।

প্রধানমন্ত্রী বলেন, “১৯৪৭ সালে ভারত মায়ের বিভাজন ঘটে। তখন শৃঙ্খল ছেঁড়া উচিত ছিল, কিন্তু তার বদলে কেটে ফেলা হয়েছিল বাহু। দেশ তিন ভাগে বিভক্ত হয়। সেই রাতেই কাশ্মীরে প্রথম সন্ত্রাসী হামলা হয়। ভারতের একটি অংশ পাকিস্তান মুজাহিদ নামক সন্ত্রাসীদের মাধ্যমে দখল করে নেয়।”

তিনি আরও বলেন, “যদি সেদিন মুজাহিদিনদের দমন করা হতো, আর যদি সর্দার প্যাটেলের ইচ্ছা অনুযায়ী পদক্ষেপ নেওয়া হতো—যে পিওকে না পাওয়া পর্যন্ত আমাদের সেনাবাহিনী থামবে না—তাহলে আজ আমাদের ৭৫ বছর ধরে এই সন্ত্রাসের মুখোমুখি হতে হতো না। কিন্তু দুঃখজনকভাবে, তখন তাঁর কথা কেউ শোনেনি।”

প্রধানমন্ত্রী মোদি উল্লেখ করেন, “পহেলগাঁও সেই সন্ত্রাসের একটি উদাহরণ। আর যখনই পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়েছে, ভারত তিন বার পাকিস্তানকে পরাজিত করেছে।”

প্রধানমন্ত্রীর এই মন্তব্য দেশভাগের সময়ে নেওয়া রাজনৈতিক সিদ্ধান্তগুলোর প্রতি তাঁর অসন্তোষের বহিঃপ্রকাশ বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে, পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে) ফেরত পাওয়ার বিষয়ে সরদার প্যাটেলের অবস্থান ও সেই অনুযায়ী ব্যবস্থা না নেওয়ার বিষয়ে মোদি স্পষ্ট অসন্তোষ প্রকাশ করেন।

রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে, মোদির এই বক্তব্য শুধু অতীতের দিকে আঙুল তোলাই নয়, বরং বর্তমান এবং ভবিষ্যতের জন্য এক কড়া বার্তা—ভারত আর চুপ করে থাকবে না, এবং সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে আরও দৃঢ় পদক্ষেপ নেবে।

Related Articles