দেশের মধ্যে প্রথম, কেরলে দশম শ্রেণির পাঠ্যক্রমে যোগ হল ‘রোবটিক্স’
First in the country, 'Robotics' added to class 10 curriculum in Kerala

Truth Of Bengal: কেরল শিক্ষা ব্যবস্থায় এক নতুন অধ্যায় শুরু করতে চলেছে। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এবার দশম শ্রেণির পাঠ্যক্রমে যুক্ত হল রোবটিক্স। দেশে প্রথমবার এমন উদ্যোগ নিয়েছে কেরল সরকার। আগামী ২ জুন থেকে রাজ্যের প্রায় ৪.৩ লক্ষ দশম শ্রেণির পড়ুয়া হাতে-কলমে শিখবে রোবট নিয়ে কাজ করার পদ্ধতি।
রবিবার কেরল সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দশম শ্রেণির ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (ICT) বইয়ে রোবটিক্স বিষয়ে একটি অধ্যায় যোগ করা হয়েছে। পাঠ্যবইয়ের ষষ্ঠ অধ্যায়ে রোবট সম্পর্কিত মৌলিক ধারণা সহজ ভাষায় ব্যাখ্যা করা হয়েছে যাতে পড়ুয়ারা সহজে তা বুঝতে পারে।
কেরল ইনফ্রাস্টাকচার অ্যান্ড টেকনোলজি ফর এডুকেশন (KITE)-এর সিইও এবং ICT পাঠ্যবই কমিটির চেয়ারম্যান কে আনোয়ার সাদাথ জানিয়েছেন, এই উদ্যোগের মাধ্যমে পড়ুয়ারা সার্কিট তৈরি, সেন্সর ও একচুয়েটরের ব্যবহার এবং কম্পিউটার প্রোগ্রামিংয়ের মাধ্যমে ইলেকট্রনিক যন্ত্র নিয়ন্ত্রণ করতে শিখবে।
রোবটিক্স শিখিয়ে পড়ুয়াদের নানা বাস্তবধর্মী প্রজেক্টে যুক্ত করা হবে। যেমন:
- রোবট প্রযুক্তিতে স্যানিটাইজার ডিসপেনসার তৈরি, যেখানে যন্ত্রের সামনে হাত রাখলেই স্বয়ংক্রিয়ভাবে স্যানিটাইজার বের হবে।
- স্মার্ট হোম সিস্টেমের অংশ হিসেবে মুখ চিনে দরজা খোলা-বাঁধার প্রযুক্তি শেখানো হবে।
মালয়ালম, ইংরেজি, তামিল ও কন্নড় ভাষায় পড়া সমস্ত দশম শ্রেণির পড়ুয়াদের জন্য নতুন ICT পাঠ্যবই সরবরাহ করা হবে।
এই বিষয়ে পড়ুয়াদের পড়াতে ৯,৯২৪ জন শিক্ষককে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছে সরকার। জুলাই মাস থেকে পুরোদমে শুরু হবে এই নতুন শিক্ষাদান প্রক্রিয়া।
কেরল সরকারের এই উদ্যোগ ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর সমাজ গড়ে তুলতে এক বড় পদক্ষেপ বলেই মনে করছেন শিক্ষাবিদরা।