দেশ

পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর প্রথম মন্ত্রিসভার বৈঠক, কেন্দ্রের একাধিক বড় সিদ্ধান্ত

First cabinet meeting after Pahalgaon terror attack, several major decisions by the Center

Truth Of Bengal: ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর প্রথমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হলো বুধবার। এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকার মেঘালয় থেকে অসম পর্যন্ত একটি নতুন করিডোরের অনুমোদন দিয়েছে। এই ১৬৬ কিমি দীর্ঘ হাইওয়ে নির্মাণের জন্য ২২ হাজার কোটি টাকার বেশি বাজেট মঞ্জুর করা হয়েছে।

এছাড়াও, গমচাষীদের জন্য বড় সুখবর এসেছে। সরকার গমের ন্যূনতম সহায়তা মূল্য (FRP) বাড়িয়ে প্রতি কুইন্টালে ৩৫৫ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে।

আরও একটি বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার—এবার জাতিগত জনগণনা মূল জনগণনার সঙ্গেই করা হবে।

উল্লেখযোগ্যভাবে, গত সপ্তাহে কোনো মন্ত্রিসভার বৈঠক হয়নি। শুধু ২৩ এপ্রিল নিরাপত্তা বিষয়ক কমিটির (CCS) একটি বৈঠক হয়েছিল, যেখানে পহেলগাম হামলার তীব্র নিন্দা করা হয়।

সেই বৈঠকের পর ভারত কূটনৈতিক সম্পর্ক হ্রাসসহ বেশ কিছু কঠোর পদক্ষেপ ঘোষণা করে। পাকিস্তানের সামরিক আধিকারিককে বহিষ্কার করা হয়, ৬০ বছরের পুরনো সিন্ধু জলচুক্তি স্থগিত করা হয় এবং আটারি সীমান্ত পারাপার চৌকি বন্ধ করে দেওয়া হয়।

২২ এপ্রিল পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৬ জনের মৃত্যু হয়। তদন্তে জানা গেছে, চার হামলাকারীর মধ্যে দু’জন পাকিস্তানি নাগরিক। এর পর থেকেই ভারত একের পর এক পদক্ষেপ নিচ্ছে। সোমবার সরকার পাকিস্তানের ইউটিউব চ্যানেলের সামগ্রীও নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

Related Articles