নিয়ন্ত্রণ রেখায় চলল গুলি, অনুপ্রবেশ রুখতে উত্তেজনা জম্মু-কাশ্মীরে
Firing continues along the Line of Control, tension in Jammu and Kashmir to prevent infiltration

The Truth Of Bengal: নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাকিস্তান থেকে ভারতের প্রবেশের চেষ্টা । নজরে আসতেই গুলি চালায় ভারতীয় সেনা। উপত্যকায় অনুপ্রেবশ রুখতে তল্লাশি অভিযানও শুরু করে যৌথ বাহিনী। ঘটনাকে কেন্দ্র করে সোমবার ভোর থেকেই উত্তেজনা ছড়িয়েছে জম্বু কাশ্মীরে। সূত্রে খবর, সোমবার রাত দেড়টা নাগাদ জম্মুর উপকণ্ঠে আখনুরে তিন-চার জন অনুপ্রবেশকারীর গতিবিধি নজরে আসে নিরাপত্তা বাহিনীর সদস্যদের। এরপরই ওই এলাকায় শুরু হয় তল্লাশি অভিযান ।
সূত্রের খবর ড্রোন উড়িয়ে চলছে নজরদারি এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী। শুধু আখনুর নয়, অন্যদিকে রাজৌরি জেলার সুন্দরবানি এলাকাতেও কয়েক জন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি নজরে এসেছে নিরাপত্তা বাহিনীর। তাদের ধারণা, ওই এলাকা দিয়ে জঙ্গিরা ভারতে অনুপ্রবেশ করছিল। তা আটকাতে কয়েক রাউন্ড গুলিও চালান জওয়ানরা।প্রসঙ্গত, ২০১৯ সালে ৫ অগস্ট জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করেছিল নরেন্দ্র মোদী সরকার। সেই ঘটনার পাঁচ বছর পূর্তি উপলক্ষে উপত্যকায় নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে।
৩৭০ বাতিলের পর থেকেই বার বার জম্মু-কাশ্মীরে অশান্তির ঘটনা ঘটেছে। তাই অপ্রীতিকর ঘটনা এড়াতেই বাড়তি নজরদারির সিদ্ধান্ত নিয়েছে সরকার। অন্য দিকে, অনুপ্রবেশ আটকাতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করেছে প্রশাসন। উপত্যকা জুড়ে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। সীমান্তর খাঁ পেরিয়ে বারবার অনুপ্রবেশের চেষ্টা বানছাল করছে ভারতীয় যৌথ বাহিনী। লাগাতার হামলা চালিয়ে বিশেষ বার্তা দিতে চাইছে জঙ্গি সংগঠন গুলি। এমনই মত আন্তর্জাতিক কূটনৈতিক মহলের।