
Bangla jago Desk: বিধ্বংসী অগ্নিকাণ্ড তামিলনাড়ুর টাটার কারখানাতে। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলে আগুন নিয়ন্ত্রনে আনার কাজ। দ্রুত প্রায় দেড় হাজার জন কর্মচারীকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় বলে খবর। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা টাটার ইলেক্ট্রনিক্সের কারখানাতে। তামিলনাড়ুর হোসুরের এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। কালো ধোঁযায় ঢেকে যায় গোটা এলাকা।
পুলিশ সূত্রে জানা যায়, আগুন লাগার এই ঘটনা ঘটো টাটা ইলেকট্রনিক্সের মোবাইল ফোন উতপাদন বিভাগে। পরে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, মুহূর্তের মধ্যেই তা আশেপাশের দোকানগুলিতেও ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়ে সেখানে উপস্থিত প্রত্যেকে। সূত্রের খবর, আগুন লাগার ঘটনা ঘটার সময় কারখানায় উপস্থিত ছিলেন প্রায় দেড় হাজার জন কর্মী।
আগ্নিকাণ্ডের ঘটনা জানাজানি হতেই প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রনের কাজে হাত লাগান প্রশিক্ষিত কর্মীরা। পরে ঘটনাস্থলে উপস্থিত হয় দমলের একাধিক ইঞ্জিন। যুদ্ধকালীন ততপরতায় চলে আগুন নিয়ন্ত্রনে আনার কাজ। অন্যদিকে টাটা ইলেকট্রনিক্সের তরফ থেকে একটি বিবৃতি পেশ করে জানানো হয়, কারখানার ভেতর আটকে থাকা কর্মচারীদের তড়িঘড়ি আপতকালীন নিরাপত্তাবিধি মেনেই সরিয়ে নিয়ে যাওয়া হয় অন্যত্র।
সেইসঙ্গে জানানো হয়, তাদের কর্মচারী সহ অন্যান্য স্টেকহোল্ডারদের স্বার্থ রক্ষার্থে নেওয়া হবে সবরকম ব্যাবস্থা। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনা কীভাবে ঘটানা তা এখনও পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি। ইতিমধ্যেই আগুন লাগার কারণ জানতে শুরু হয়েছে পুলিশি তদন্ত। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির মতো ঘটনা না ঘটলেও ক্ষয়ক্ষতির পরিমান যে কয়েক কোটি টাকা তা অনুমান করে জানিয়েছে দমকর্মীরা।