দেশ

হায়দরাবাদের একটি পাঁচ তারা হোটেলে আগুন, নিরাপদে কামিন্স বাহিনী

Fire breaks out at a five-star hotel in Hyderabad, Cummins crew safe

Truth Of Bengal: হায়দরাবাদের একটি পাঁচ তারা হোটেলে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই হোটেলেই ছিলেন সানরাইজার্স হাইদরাবাদের খেলোয়াড়রা। এক তলায় আগুন লাগার সঙ্গে সঙ্গেই হোটেলের কর্মীরা দমকল কর্মকর্তাদের খবর দেন। দমকলের ইঞ্জিন এসে আগুন নেভায়। এই দুর্ঘটনার পর তড়িঘড়ি পার্ক হায়াত থেকে সানরাইজার্স হাইদরাবাদের খেলোয়াড়দের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এখনও পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি।

Related Articles