চিকিৎসাকর্মীর ওপর হামলার ৬ ঘণ্টার মধ্যে এফআইআর বাধ্যতামূলক, নির্দেশ কেন্দ্রের
FIR is mandatory within 6 hours of assault on medical staff

Truth Of Bengal : স্বাধীনতা দিবসের দিন লাল কেল্লার প্রাচীর থেকে মহিলাদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরেছিলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি জানিয়েছিলেন, দেশে যখন নারীর প্রতি অত্যাচারের ঘটনা ঘটে, তখন মনের মধ্যে ব্যথা হয়। তিনি বলেন, আজ নারীরা সব ক্ষেত্রেই শক্তি দেখাচ্ছেন, তাদের নেতৃত্বও বেড়েছে। কিন্তু নারীর প্রতি অত্যাচারের ঘটনা ঘটলেই উদ্বেগ থাকে। প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন যে যত তাড়াতাড়ি সম্ভব মহিলাদের বিরুদ্ধে অপরাধের শাস্তি হওয়া উচিত এবং তদন্ত ত্বরান্বিত করা উচিত। এছাড়াও সমাজের পাশাপাশি রাজ্য সরকারগুলিকেও এই ব্যাপারে আরও সক্রিয় হতে হবে বলে জানিয়েছিলেন মোদি।
দেশের প্রধানমন্ত্রীর এই মন্তব্যের ২৪ ঘণ্টার মধ্যেই বিরাট ঘোষণা কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রকের। এদিন স্বাস্থ্য মন্ত্রক সব হাসপাতাল, নার্সিংহোমকে জানায়, প্রতিষ্ঠানে ডাক্তার, নার্স-সহ কোনও চিকিৎসা কর্মী যৌন নির্যাতন-সহ হামলার শিকার হলে কর্তৃপক্ষকেই ৬ ঘণ্টার মধ্যে এফআইআর করতে হবে।
প্রশাসনিক মহল জানিয়েছে, এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে কর্তৃপক্ষকেই সেই বিষয়ে যাবতীয় আইনি পদক্ষেপ নিতে হবে। এদিকে কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, প্রতিষ্ঠানের প্রধানকে এফআইআরটি করতে হবে।
এদিকে, শুক্রবারও দেশের নানা প্রান্তে চিকিৎসকেরা আর জি কর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছিলেন। সেই দিনই কলকাতা হাইকোর্ট আরজি কর হাসপাতালে দুষ্কৃতী হামলার ঘটনা নিয়ে রাজ্য প্রশাসনের তীব্র সমালোচনা করেছে। প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে।