দেশ

বিহারের তাজ এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৮ টি ইঞ্জিন

Fierce fire in Bihar's Taj Express, 8 fire engines at the scene

The Truth Of Bengal : ট্রেনের মধ্যে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছারখার ট্রেনের একাধিক কামরা। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে রেল যাত্রীরা। তবে কোথার থেকে লাগলো আগুন তার তদন্তে পুলিশ।

জানা যায়, ভোট গণনা সোমবার বিকেল চারটে চব্বিশ মিনিট নাগাদ বিহারে তাজ এক্সপ্রেস এ হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। ঘটনাটি দিল্লির সরিতা বিহারের। এরপরে ট্রেনের জানালা দিয়ে হু হু করে বেরোতে দেখা যায় কালো ধোঁয়া। কিছুক্ষণের মধ্যে আগুনের লেলিহান ছড়িয়ে পড়ে বাকি কামরাগুলোতে। আর এই দেখে আতঙ্কে দ্রুত ট্রেন থেকে নেমে পড়েন যাত্রীরা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ইঞ্জিন।

দিল্লির ফায়ার সার্ভিস সূত্রে খবর, সোমবার বিকেল চারটে চব্বিশ মিনিট নাগাদ আগুন লাগার ঘটনাটি ঘটে। আগুনের লেলিহান পর পর তিনটে কোচে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের আটটি ইঞ্জিন। তাদের দীর্ঘ প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই।

এদিকে এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক জানান, ” আমরা খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। তিনটি কোষ থেকে কোনরকম ভাবে যাত্রীদের নামানো হয়। কোন যাত্রী যাতে আগুন লাগার ট্রেনের মধ্যে আটকে না পড়ে সেই বিষয়ে নজর রাখি আমরা। ডি-৩ ও ডি-৪ কোচ পুরোপুরি আগুনে ভষ্মীভূত হয়ে যায়। তবে যাত্রীরা সবাই আপাতত নিরাপদেই রয়েছেন। যাত্রীদের দ্রুত তাদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করছে রেল কর্তৃপক্ষ।”

Related Articles