দেশ
Trending

‘মিথ্যা ও বিভ্রান্তিকর’, রামদেবের পতঞ্জলি কে তুলোধোনা সুপ্রিম কোর্টের

'False and misleading', Ramdev's Patanjali K Tulodhona Supreme Court

The Truth Of Bengal: যোগগুরু রামদেবের পতঞ্জলির বিজ্ঞাপনে বিভ্রান্তিমূলক প্রচারের জন্য এর আগেই শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল। পতঞ্জলি গোষ্ঠী তা অমান্য করায় মঙ্গলবার পতঞ্জলি আয়ুর্বেদ এবং সংস্থার ম্যানেজিং ডিরেক্টর আচার্য বালকৃষ্ণর বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা করে অ্যালোপাথি ওষুধের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করায় পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেডে এবং সংস্থার অধিকর্তা আচার্য বালাকৃষ্ণনের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশও জারি করা হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লা বলেন, ‘আপনি এমন একজন ব্যক্তি, যিনি সবকিছু করে দিতে পারেন – এইসব বিজ্ঞাপন দেখে সেটাই মনে হচ্ছে। বিষয়টা হল যে স্থায়ীভাবে মুক্তি পাওয়ার উপায় হিসেবে আপনি আপনার দ্রব্য বিক্রি করছেন। এটা পুরোপুরি বিভ্রান্তিকর এবং আইন বিরোধী।’

একইসঙ্গে সর্বোচ্চ আদালত পতঞ্জলিকে তাদের ওষুধ সামগ্রীর বিজ্ঞাপন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার আদেশ দিয়েছে । ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন সুপ্রিম কোর্টে অ্যালোপ্যাথি সম্পর্কে ভুল তথ্য দেওয়ার কারণে পতঞ্জলির বিরুদ্ধে মামলা করে। গতবছর কোভিড ১৯-এর ভ্যাকসিন নিয়েও এই সংস্থা ভুল প্রচার চালিয়েছিল। তার ভিত্তিতে বিচারপতি আশাউদ্দিন আমানুল্লা এবং বিচারপতি প্রশান্ত কুমার কেন্দ্রকে পতঞ্জলির সমস্ত মিথ্যা এবং বিভ্রান্তিকর বিজ্ঞাপন বন্ধ করার নির্দেশ দিয়েছিল। জানিয়েছিল, এর জন্য প্রতিটি সামগ্রীর জন্য ১ কোটি টাকা করে জরিমানা করা হতে পারে।

আইএমএ-র অভিযোগ অনুযায়ী, রামদেব অ্যালোপ্যাথি চিকিৎসা এবং ওষুধের বিরুদ্ধে সোশাল মিডিয়ায় ক্রমাগত প্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করেছেন। মিথ্যা প্রচার করেছেন। আদালত এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আগামী ১৫ মার্চ।

FREE ACCESS

Related Articles