দেশ

বিস্ফোরণে উড়ল ১ লশকর জঙ্গির বাড়ি, আরও এক জঙ্গির বাড়িতে চালানো হল বুলডোজার

Explosion destroys house of 1 Lashkar militant, bulldozers used on another militant's house

Truth Of Bengal: কাশ্মীরের অনন্তনাগে প্রবল বিস্ফোরণে ধ্বংস হয়ে গেল দুই লশকর-ই-তইবা জঙ্গির বাড়ি। প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহতরা আসিফ শেখ ও আদিল হুসেন ঠোকর—দু’জনেই কুখ্যাত জঙ্গি সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিল। পহেলগাঁওয়ে সম্প্রতি সংঘটিত জঙ্গি হামলার সঙ্গেও জড়িয়ে ছিল তাদের নাম।

বৃহস্পতিবার গভীর রাতে আইইডি বিস্ফোরণ ঘটিয়ে জঙ্গি আদিলের বাড়ি উড়িয়ে দেওয়া হয়। অন্যদিকে শুক্রবার জঙ্গি আসিফের বাড়িতে বুলডোজার চালিয়ে ধ্বংসলিলা চালানো হয়।

এর আগে, মঙ্গলবার অনন্তনাগ জেলার পুলওয়ামায় এক ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারান ২৮ জন পর্যটক। এই হামলায় মূল অভিযুক্তদের তালিকায় উঠে আসে আসিফ ও আদিলের নাম। সূত্র অনুযায়ী, তারা বাইরের জঙ্গিদের স্থানীয় পথঘাট চেনাতে সাহায্য করেছিল।

গোপন সূত্রে আরও জানা গিয়েছে, আদিল ঠোকর ওরফে আদিল গুরি ২০১৮ সালে অটারি-ওয়াঘা সীমান্ত পেরিয়ে পাকিস্তানে গিয়ে সন্ত্রাসবাদী প্রশিক্ষণ নিয়েছিল। ২০২৪ সালে সে কাশ্মীরে ফিরে আসে এবং অনন্তনাগে সক্রিয় হয়ে ওঠে। দক্ষিণ কাশ্মীরেও তাকে একাধিকবার দেখা গিয়েছে বলে দাবি। স্থানীয় হওয়ায়, পহেলগাঁও ও বৈসরন এলাকার ভৌগোলিক অবস্থান তার নখদর্পণে ছিল।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিহারে অনুষ্ঠিত জনসভা থেকে প্রধানমন্ত্রী জঙ্গীদের হুশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যারা পেহলগাঁও-এ হামলা চালিয়েছে, আর যারা যারা মদত দিয়েছে তাদের সবাইকে ভয়ঙ্কর শাস্তি দেবে ভারত। প্রত্যেকটা হামলাকারীকে খুঁজে বার করা হবে। নমোর হুঁশিয়ারির পরই বিস্ফোরণে উড়ে গেল দুই লশকর জঙ্গির বাড়ি।

Related Articles