বেঙ্গালুরুর জনপ্রিয় খাবারের দোকান রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণ, আহত ৪
Explosion at Rameswaram Cafe, a popular eatery in Bengaluru

The Truth Of Bengal : বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণ। বিস্ফোরণের ঘটনায় চারজন আহত বলে খবর, যাদের মধ্যে তিন জন কর্মী এবং একজন ক্রেতা রয়েচেন। ওই চারজনকেই ভর্তি করা হয়েছে হাসপাতালে। শুক্রবার দুপুর ১টা নাগাদ ক্যাফের হোয়াইটফিল্ড শাখায় ঘটে বিস্ফোরণের ঘটনা।
তবে কী কারণে এই বিস্ফোরণ, তা এখনও পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি। এর নেপথ্যে কোনও সন্ত্রাসবাদী যোগসূত্র রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ক্যাফেতে রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয়েছে।
অপর একটি সূত্রের তরফ থেকে মনে করা হচ্চে, ওই ক্যাফেতে আইইডি বিস্ফোরণ হয়েছে। তবে পুলিশের তরফ থেকে এখনও পর্যন্ত বিস্ফোরণের আসল কারণ জানানো হয়নি। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াড টিম এবং দমকল বাহিনী। দীর্ঘক্ষন ধরে চলে ক্যাফেতে আগুন নেভানোর কাজ। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ।
FREE ACCESS