
Truth Of Bengal: বেঙ্গালুরু: মার্কিন ধনকুবের জর্জ সোরোস-সমর্থিত সংস্থা ওএসএফ (ওপেন সোসাইটি ফাউন্ডেশন) এবং এর সহযোগী সংস্থাগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার ইডি বেঙ্গালুরুতে ওএসএফ এবং এর সঙ্গে যুক্ত অবস্থানগুলিতে অভিযান চালায়। ফেমা (এফইএমএ) আইন লঙ্ঘনের অভিযোগে এই অভিযান চালানো হয় বলে জানা গিয়েছে।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ফেমা আইন লঙ্ঘনের অভিযোগে ওএসএফ এবং আরও কিছু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রাঙ্গণে অভিযান চালায় ইডি। ওএসএফ হল আমেরিকান বিলিয়নেয়ার ব্যবসায়ী জর্জ সোরোসের সমর্থিত একটি সংস্থা। অভিযোগ রয়েছে যে ওএসএফ বেশ কয়েকটি সংস্থাকে অর্থায়ন করেছে এবং এই তহবিলের ব্যবহার ফেমা আইনের নির্দেশিকা লঙ্ঘন করেছে। এখনও পর্যন্ত ওএসএফ ইডি-এর পদক্ষেপ সম্পর্কে কোনও বিবৃতি জারি করেনি।
হাঙ্গেরীয় বংশোদ্ভূত আমেরিকান ধনকুবের জর্জ সোরোস এবং তাঁর সংস্থা ওএসএফ-এর বিরুদ্ধে ভারতের স্বার্থের বিরুদ্ধে কাজ করার অভিযোগ রয়েছে। আদানি-হিন্ডেনবার্গ মামলায় জর্জ সোরোসের ভূমিকা নিয়েও গুরুতর প্রশ্ন উঠেছিল। ওএসএফ ১৯৯৯ সালে জর্জ সোরোসের হাত ধরে যাত্রা শুরু করেছিল। কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি সরকার অভিযোগ করেছে, কংগ্রেস জর্জ সোরোসের সহযোগিতায়, দেশকে ‘অস্থিতিশীল’ করার চেষ্টা করছে। জর্জ সোরোস বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি এবং তাঁকে ৭.২ বিলিয়ন ডলার অর্থাৎ ৬১ হাজার কোটি টাকার সম্পদের মালিক বলা হয়।