আগামী নির্বাচনগুলিতে INDIA ব্লক নিয়ে চিন্তায় বিজেপি, মানছেন কেন্দ্রীয় মন্ত্রীও
চব্বিশের নির্বাচনে তিনি ওড়িশার কোনও আসন থেকে লড়াই করতে চান ধর্মেন্দ্র

The Truth of Bengal: বিজেপির শীর্ষ নেতৃত্ব আগামী নির্বাচনগুলি নিয়ে যতটাই আত্মবিশ্বাসী হোক না কেন, ইন্ডিয়া জোট নিয়ে চিন্তায় রয়েছে বিজেপি। এমনই ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ইন্ডিয়া ব্লক তাদের কাছে বড় চ্যালেঞ্জ।
সবকা সাথ সবকা বিকাশ এই স্লোগান নিয়েই বিজেপির শীর্ষনেতৃত্ব রাজনৈতিক ময়দান লড়াই করে থাকে। কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত বিজেপি শীর্ষ নেতৃত্বের গলায় যে আত্মবিশ্বাসী সুর ছিল, তা কার্যত তলানিতে ঠেকেছে। এবং আগামী পাঁচ রাজ্যের নির্বাচন নিয়ে যথেষ্ট সাবধানী শীর্ষ নেতৃত্ব। তার কারণ যে বিরোধীদের ইন্ডিয়া জোট, তা স্পষ্ট করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন। ইন্ডিয়া ব্লক তাদের কাছে একটি চ্যালেঞ্জ, কারণ, বিজেপি কোনও নির্বাচনকেই ছোট করে দেখে না, যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকে। যদিও তিনি আশাবাদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে তৃতীয়বার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ক্ষমতায় আসবে বিজেপি।
পাশাপাশি তিনি জানান, আগামী পাঁচ রাজ্যের নির্বাচনে, চারটি রাজ্য ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানাতেও একক সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপি। বর্তমানে রাজ্যসভার সাংসদ ধর্মেন্দ্র প্রধান, তিনি এদিন সাক্ষাৎকারে জানান, দলের কাছে তিনি অনুরোধ করবেন, আগামী চব্বিশের নির্বাচনে তিনি ওডিশার কোনও আসন থেকে লড়াই করতে চান।
সাক্ষাৎকারে পর্বে বিরোধী দলের মধ্যে কংগ্রেসের রাহুল গান্ধীকেও একহাত নেন তিনি। ধর্মেন্দ্র প্রধান জানান, জাতিগত জনগণনা নিয়ে রাহুল যে বিবৃতি দিয়েছেন, তা ঠিক নয়। গত ৭৫ বছরে ওবিসি এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া নাগরিকদের জন্য কংগ্রেস কী করেছে, তার হিসেব আগে দেওয়া উচিত।