দেশ
Trending

এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে ৩০ লক্ষ টাকা জরিমানা করল DGCA

DGCA fined Rs 30 lakh against Air India

The Truth Of Bengal : বড়সড় জরিমনার মুখে পড়ল উড়াল সংস্থা এয়ার ইন্ডিয়া। বিমান সংস্থার বিরুদ্ধে ৩০ লক্ষ টাকা জরিমানা ঘোষণা করল ডিজিসিএ। বৃদ্ধ যাত্রীকে হুইল চেয়ার না দেওয়ার অভিযোগেই এই জরিমনার মুখে পড়ল সংস্থাটি।  চলতি মাসে নিউ ইয়র্ক থেকে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরেই এসেছিলেন ৮০ বছরের বৃদ্ধ। অভিবাসনের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। একটি হুইলচেয়ার চাইলেও ওই বৃদ্ধকে অপেক্ষা করতে বলা হয়।

কিন্তু বাধ্য হয়ে তিনি স্ত্রীর সঙ্গে হাঁটতে শুরু করেন টার্মিনালের দিকে। খানিকক্ষণ পরেই ওই বৃদ্ধ অচেতন হয়ে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যপক হইচই পড়ে যায়। প্রবল সমালোচনার মুখে পড়ে বিমান সংস্থাটি। এরপরই তদন্ত শুরু করে ডিজিসিএ। ঘটনায় মোটা অঙ্কের জরিমনা করা হয় এয়ার ইন্ডিয়াকে। পাশাপাশি ডিজিসিএ-র তরফে জানানো হয় অসামরিক উড়ানের ক্ষেত্রে যা যা প্রয়োজনীয় বস্তু সেগুলো দিতে পারেনি উড়ান সংস্থা। সেই জন্যই আর্থিক জরিমানা মুখে পড়তে হয়েছে এয়ার ইন্ডিয়াকে।

এছাড়াও বিমানসংস্থাগুলিকে বলা হয়েছে প্রত্যেকটি বিমানবন্দরে পর্যাপ্ত হুইলচেয়ারের ব্যবস্থা রাখতে হবে। যাত্রীরা বিমানে ওঠা এবং নামা দুই সময়েই যেন প্রয়োজনমতো হুইলচেয়ারের সুবিধা পেতে পারেন, সেটা নিশ্চিত করতে হবে উড়ান সংস্থাগুলোকেই। তবে এয়ার ইন্ডিয়াকে মোটা অঙ্কের জরিমনা করা হলেও উড়ান সংস্থার তরফ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।

 

FREE ACCESS

 

Related Articles