দিল্লির কারখানায় বিধ্বংসী আগুন! ঘটনাস্থলে দমকলের ১৮ টি ইঞ্জিন
Devastating fire breaks out at Delhi factory! 18 fire engines at the scene

Truth Of Bengal: কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল দিল্লিতে। শনিবার বাওয়ানার ডিএসআইডিসি ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার সেক্টর ২ এলাকার একটি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। এই প্রসঙ্গে দমকল বাহিনীর তরফে জানান হয়েছে, ‘শনিবার ভোর ৪ টে ৪৮ মিনিটে প্লাস্টিকের বোতল তৈরির কারখানায় আগুন লাগার খবর পাওয়ার পর সেক্টর ২-এর সতেরোটি দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। তবে কি করে আগুন লাগল তা স্পষ্ট নয়। এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।’
অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের মোট ১৮ ইঞ্জিন। ততক্ষণে আগুন লাগার পরেই ঘটে বিস্ফোরণ। এরফলে আশেপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেইসঙ্গে বিস্ফোরণের আতঙ্কে বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা তাদের বাড়িঘর থেকে বেরিয়ে আসেন বলে তারা জানিয়েছেন। প্রাথমিক ভাবে অনুমান, কোনও কিছু বিস্ফোরণের ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য চলতি বছর এপ্রিল মাসে দিল্লির বস্তিতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় অন্তত ৮০০টি বাড়ি। ওই আগুনে পুড়ে মৃত্যু হয়েছিল দুই শিশুরও। দিল্লির রোহিণী ১৭ সেক্টর এলাকার ঝুপড়িতে এই আগুন লসগার ঘটনায় জখম হন অন্তত পাঁচ জন। সেইসময় অভিযোগ উঠেছিল আগুন লাগার প্রায় ২ ঘণ্টা পরে সেখানে আসে দমকল বাহিনী। আর তাতেই আগুনের গ্রাসে চলে যায় পুরো বস্তিটি। এরআগেও একাধিকবার আগুন লেগেছে রোহিনীর ঝুপড়ি এবং বস্তিতে। এই আবহে ফের দিল্লির কারখানায় ঘটল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। বারবার রাজধানীতে কিভাবে আগুন লাগার ঘটনা ঘটছে এই নিয়ে দিল্লি প্রশাসনের ভুমিকা নিয়ে উঠছে প্রশ্ন।