দেশ

‘মন দিয়ে শুনেছেন প্রধানমন্ত্রী’, বৈঠক শেষে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

pm-cm After Meeting

The Truth of Bengal: সকাল ১১টা থেকে দিল্লিতে নতুন সংসদ ভবনে বৈঠক শুরু হয়েছিল প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর। মাত্র ২০ মিনিটের মধ্যে শেষ হয় সেই বৈঠক। বৈঠকে কেন্দ্রের কাছে রাজ্যের কোন কোন খাতে টাকা পাওনা আছে সেই তথ্য ও পরিসংখ্যান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বৈঠক প্রসঙ্গে মুখ্যমন্ত্রী, ‘ ১০০ দিনের কাজের টাকা আটকে রয়েছে। সংবিধানের নিয়ম রয়েছে। ২০২৩ সালের বাজেটেও আমাদের রাজ্যের জন্য ১০০ দিনের কাজে কোনও বরাদ্দ ধার্য করা হয়নি।

আবাস যোজনাও বন্ধ করে দেওয়া হয়েছে। কোনও টাকা দেওয়া হচ্ছে না। ফাইন্যান্স কমিশনের টাকাও দেওয়া হচ্ছে না। যদি কোনও ভুল হয়ে থাকে, তবে টাকা বন্ধ করে দিন। কিন্তু ১৫৫টি দল রাজ্য পরিদর্শনে এসেছে। আমাদের যা ব্যাখ্যা দেওয়ার ছিল, তা দিয়েছি। আজ পর্যন্ত কিছু হয়নি।

রাজ্যের দাবির কথা শুনেছেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী বলেছেন কেন্দ্র ও রাজ্যের অফিসাররা বৈঠক করবে। প্রয়োজনীয় যাবতীয় ব্যাখ্যা দেওয়া হবে। সেখানে তথ্যের আদানপ্রদান হবে। গরিব মানুষদের টাকা বন্ধ করে রাখা ঠিক নয়। প্রধানমন্ত্রী মন দিয়ে আমার কথা শুনেছেন।

বকেয়া মেটানোর ব্যাপারে প্রধানমন্ত্রীর তরফে কোনও আশ্বাস পাওয়া গেল? এই প্রশ্নে মুখ্যমন্ত্রী জানান, ‘এ নিয়ে কেন্দ্র ও রাজ্যের আধিকারিকদের মধ্যে যৌথ বৈঠক হবে। সেই বৈঠকে দু’পক্ষের তথ্য আদান-প্রদান হবে। বৈঠকে আমাদের কথা শোনার পর জানিয়েছেন প্রধানমন্ত্রী’। কেন্দ্রের কাছে রাজ্যের মোট কত টাকা বকেয়া আছে? সেই প্রশ্নে মুখ্যমন্ত্রী জানান, বিভিন্ন খাতে কেন্দ্রের কাছ থেকে ১ লক্ষ ১৬ হাজার কোটি টাকা পায় রাজ্য।‘

Related Articles