টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় বিপর্যস্ত দিল্লি, মৃত ৪
Delhi lashed by heavy rain and gusty winds, 4 dead

Truth Of Bengal: বৈশাখ মাসের শুরুতেই প্রাকৃতিক দুর্যোগে কাহিল রাজধানী দিল্লি ও তার আশপাশের এলাকা। টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার জেরে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪ জন। ব্যাহত হয়েছে বিমান, ট্রেন এবং সড়ক পরিবহণ।
শুক্রবার ভোর থেকেই দিল্লিতে শুরু হয় ঝোড়ো হাওয়া, পরে তা ঘূর্ণিঝড়ের রূপ নেয়। প্রগতি ময়দান এলাকায় সর্বোচ্চ হাওয়ার বেগ ছিল ঘণ্টায় ৭৮ কিলোমিটার। সঙ্গে ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে বহু রাস্তা। লাজপত নগর, আরকে পুরম এবং দ্বারকা অঞ্চলে জল জমে কার্যত বন্ধ হয়ে যায় বাস ও অটো চলাচল। ট্রেন লাইনের ওপরেও জল জমার কারণে আংশিকভাবে বন্ধ থাকে রেল পরিষেবা।
সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়েছে বিমানযাত্রীদের। দিল্লি বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালে একটি লোহার কাঠামো ভেঙে পড়ে, এবং বিমানবন্দরের বিভিন্ন জায়গায় জল জমে যায়। ফলে প্রায় ৮০-১০০টি বিমানের সময়সূচি বিপর্যস্ত হয়। ৪০টি বিমানকে অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়েছে।
সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটেছে দিল্লির দ্বারকায়। ঝোড়ো হাওয়ায় একটি ঘর ভেঙে পড়ে, ঘরের ভেতরে ছিলেন তিন শিশু ও এক মহিলা। সকলেরই মৃত্যু হয়েছে। আবহাওয়া দপ্তর আগেই দিল্লির জন্য লাল সতর্কতা জারি করেছিল এবং বিমানযাত্রীদের আগাম সতর্ক করা হয়েছিল। জানানো হয়েছিল, যাত্রার আগে বিমান সংস্থার ওয়েবসাইট দেখে নিতে।