দিল্লির দূষণ নিয়ন্ত্রনে এবার ‘কৃত্রিম বৃষ্টি’, কি জানাল আপ সরকার
delhi aap government announces artificial rain to control pollution

Truth Of Bengal: দিল্লি এখন দূষণের কবলে। রাজধানীর সকালে দেখা যাচ্ছে রাতের চেয়েও ঘন অন্ধকার। বাতাসে বিষের উপস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, নিঃশ্বাস নেওয়াই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্য অনুযায়ী, দিল্লির বেশ কিছু এলাকায় বাতাসের গুণগত মান (AQI) ৫০০ ছাড়িয়ে গিয়েছে। সোমবার দিল্লির বায়ুদূষণের মাত্রা ছিল ৪৮১, যা এই মরশুমের সবচেয়ে খারাপ অবস্থান। কিন্তু মঙ্গলবার সেই মাত্রা বেড়ে পৌঁছেছে ৪৯৪-এ। জওহরলাল নেহরু স্টেডিয়াম, মুনকা, নর্থ ক্যাম্পাস এবং ওয়াজিরপুরসহ বিভিন্ন জায়গায় AQI ৫০০ ছুঁয়েছে।
এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলা করতে দিল্লির আম আদমি পার্টি (আপ) সরকার কৃত্রিম বৃষ্টির উদ্যোগ নিতে চাইছে। দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই কেন্দ্রের কাছে কৃত্রিম বৃষ্টির অনুমতির জন্য আবেদন করেছেন। তিনি জানান, “বায়ুদূষণের কারণে দিল্লির মানুষ শ্বাসকষ্টে ভুগছে। তবে কেন্দ্র এখনো কোনো অনুমতি দেয়নি।”
বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার ভিত্তিতে কৃত্রিম বৃষ্টির পরিকল্পনা প্রস্তুত। যদি কেন্দ্র অনুমতি দেয়, তবে শীঘ্রই আকাশে মেঘ তৈরি করে বৃষ্টির ব্যবস্থা করা হবে।
দিল্লি সরকার ইতিমধ্যেই বায়ুদূষণকে ‘মেডিক্যাল এমার্জেন্সি’ হিসেবে ঘোষণা করেছে। দূষণ নিয়ন্ত্রণে স্কুল বন্ধ, নির্মাণকাজ স্থগিত এবং যানবাহনের উপর বিধিনিষেধ আরোপের মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবুও, শহরের মানুষ বৃষ্টির আশায় দিন গুনছে, কারণ নভেম্বরে প্রাকৃতিক বৃষ্টির সম্ভাবনা নেই।
এই অবস্থায় কুয়াশা আর ধোঁয়াশার সঙ্গে মোকাবিলা করতে হিমশিম খাচ্ছে দিল্লি। দূষণের ফলে শ্বাসকষ্ট, চোখে জ্বালা এবং অন্যান্য স্বাস্থ্যসমস্যা বেড়েই চলেছে। সাধারণ মানুষের আশা, কৃত্রিম বৃষ্টির মাধ্যমে অন্তত কিছুটা স্বস্তি মিলবে।
দিল্লির আকাশে বিষাক্ত বাতাসের বোঝা কমবে কিনা, তা এখন কেন্দ্রের অনুমতির উপর নির্ভর করছে।