দেশ

জয়পুরে ট্যাঙ্কার বিস্ফোরণে মৃত্যু বেড়ে ১৪, রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট

Death toll rises to 14 in Jaipur tanker blast, Supreme Court seeks report

Truth Of Bengal: শুক্রবার ভোরে রাজস্থানের জয়পুরে সিএনজি ট্যাঙ্কারের সঙ্গে একটি পণ্যবাহী ট্রাকের সংঘর্ষে প্রবল বিস্ফোরণ হয়। জয়পুর-আজমের হাইওয়ের ওপর একটি পেট্রোল পাম্পের কাছে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মারা যান বেশ কয়েকজন। জানা গিয়েছে, ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৪। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ৩০ জন। এদিকে, কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, রাজ্য সরকারের কাছে তার বিস্তারিত রিপোর্ট তলব করেছে সুপ্রিম কোর্ট। ২০ জানুয়ারির মধ্যে সেই রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত।

এই দুর্ঘটনার তদন্তে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন খুব দ্রুত গঠন করেছে রাজস্থান সরকার। পাশাপাশি মৃত এবং আহতদের পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণও ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। মৃতদের পরিবারের জন্য ৫ লক্ষ টাকা এবং আহতদের ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারও মৃতদের পরিবারের জন্য আলাদা ভাবে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে।

স্থানীয়রা জানিয়েছেন, ট্যাঙ্কারটি রাসায়নিক ভর্তি ছিল। তেলের ট্যাঙ্কারের সঙ্গে বিস্ফোরণের ফলে এলাকার বাতাসে সেই রাসায়নিক মিশে যায়। ফলে অনেকেরই চোখ জ্বালা, শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিয়েছে। শুধু তা-ই নয়, বিস্ফোরণের ভয়াবহতা এতটাই ছিল এবং আগুনের হলকা এতটাই উঁচুতে উঠেছিল যে, বেশ কিছু পাখিও মারা গিয়েছে। ট্রেলার, ট্রাক, কন্টেনার, পিকআপ ভ্যান, মোটরবাইক, অটোরিকশা, সাতটি গাড়ি এবং দু’টি বাস মিলিয়ে ৪০টি গাড়ি আগুনে পুড়ে গিয়েছে।

Related Articles