দেশ

স্তব্ধ ডাল লেক, থমথমে পরিবেশ জম্মু- কাশ্মীরে

Dal Lake stagnates, environment in Jammu and Kashmir is in a state of chaos

Truth of Bengal: দুদিন আগে পর্যন্ত প্রাণবন্ত ছিল জম্মু- কাশ্মীর। প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে আনন্দ উচ্ছ্বাসে ভাসছিলেন পর্যটকরা ৷ মঙ্গলবার বৈসরণ ভ্যালিতে পর্যটকদের উপর জঙ্গি হামলায় ২৮ জন প্রাণ হারান। আর তাতেই বদলে যায় ভূস্বর্গের চিত্র।কাশ্মীরের অতুলনীয় প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক ডাল লেক যেখানে ৪৮ ঘন্টা আগে পর্যন্ত শিকারার চাহিদা বেশি ছিল তুঙ্গে। এখন পর্যটকদের জন্য দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে শিকারা মালিকদের। নেই পর্যটকেরা। খালি হয়ে গিয়েছে কাশ্মীরের একের পর এক হোটেল।কার্যত এখন কাশ্মীরে নির্জন পরিবেশ।

স্থানীয় হোটেল থেকে শুরু করে ব্যবসায়ীরা মঙ্গলবারের জঙ্গি হামলায় শান্তিপূর্ণভাবে প্রতিবাদে  পথে নেমেছেন। দফায় দফায় চলছে বিক্ষোভ। একথায় বলা যায়, ভূস্বর্গ দেখার জন্য সেখানে ভিড় বাড়ছিল পর্যটকদের আর  তখনই সেটা নষ্ট গেল সন্ত্রাসবাদী হামলায়। এমনকি স্থানীয় মানুষ বাধ্য হয়ে তড়িঘড়ি স্থান ত্যাগ করেছেন । আগামিদিনে কী হবে বুঝতে পারছেন না হোটেল মালিকরা । কারণ পর্যটন ব্যবসার উপরই রুজিরুটি চলে তাঁদের ৷

হোটেল ব্যবসায়ীদের একাংশের দাবি, শান্ত ভুস্বর্গকে অশান্ত করা হল । ৩৫ বছরে এই প্রথম পুরোপুরি অচল হয়ে গেল কাশ্মীর। পেহেলগাঁওয়ে বন্ধ রয়েছে দোকান। গোটা কাশ্মীর বনধের চেহারা নিয়েছে।  থমথমে এলাকা ৷ রাস্তায় মানুষের দেখা নেই ৷  নীল আকাশে ক্ষণে ক্ষণে টহল দিচ্ছে সেনার হেলিকপ্টার । সবক্ষণ চলছে সেনাবাহিনীর টহল।  সেইসঙ্গে শান্তিপূর্ণভাবে চলছে বিক্ষোভ। বিক্ষোভকারীদের একাংশের দাবি, সন্ত্রাসী হামলার পেছনে কারা রয়েছে তাদের খোঁজে তারা সেনাবাহিনীর সঙ্গে আছেন। আমরা এই হামলা বরদাস্ত করব না।

Related Articles