তিন দিনের মাথায় বিপত্তি! নীতিশের উদ্বোধন করা সেতুতে ফাটল
Cracks in bridge three days after Nitish's inauguration

Truth Of Bengal: তিন দিন আগে বিহারের রাজধানী পাটনায় মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জেপি গঙ্গা সেতুর উদ্বোধন করেছিলেন। কিন্তু এরপরেই দেখা গেল বিপত্তি। উদ্বোধনের তিনদিনের মাথায় সেতুর মধ্যে দেখা গেল ফাটল। দিদারগঞ্জের কাছে সেতুর এ-৩ নম্বর পিলারের কাছে এই ফাটলগুলি দেখা গিয়েছে বলে খবর। তবে কী করে সদ্য তৈরি হওয়া সেতুতে এই ফাটল হল তা এখন স্পষ্ট নয়।
৯ এপ্রিল মুখ্যমন্ত্রী নীতিশ কুমার পাটনার কঙ্গন ঘাট থেকে দিদারগঞ্জ পর্যন্ত নির্মিত এই জেপি গঙ্গা সেতুটি উদ্বোধন করেছিলেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিহারের উভয় উপ-মুখ্যমন্ত্রী, সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিনহা, সড়ক নির্মাণ মন্ত্রী নীতিন নবীন, বিধানসভার স্পিকার নন্দ কিশোর যাদব এবং অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রায় ৩৮৩১ কোটি টাকায় এই সেতু তৈরি করেছে নীতীশ কুমারের সরকার। কিন্তু যেদিন থেকেই সেতু ওপর দিয়ে যান চলাচল শুরু হতে থাকে তখনই দেখা দিল ফাটল। স্বাভাবিকভাবেই এই ঘটনা নিয়ে প্রশ্নের মুখে বিহার সরকার।
কোটি টাকা দিয়ে তৈরি হওয়া এই ব্রিজে ফাটল নিয়ে সরব হয়েছেন আমজনতারা। তাদের একাংশের দাবি, এই ফাটলগুলি ইঙ্গিত দেয় যে নিম্নমানের সামগ্রী দিয়ে বানানো হয়েছে এই সেতু। সেইজন্য দেখা দিয়েছে ফাটল। শুধু তাইনয় উদ্বোধনের আগে প্রযুক্তিগত পরীক্ষা এবং সুরক্ষা পরীক্ষা সঠিকভাবে করা হয়নি। সেইসঙ্গে প্রশ্ন উঠেছে,আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে কী তাড়াহুড়ো করে এই সেতু উদ্বোধন করেছেন নীতীশ কুমার? তবে এই নিয়ে এখন পর্যন্ত বিহার সরকারের তরফ থেকে মেলেনি প্রতিক্রিয়া। বলা বাহুল্য, বিহারে সেতু ভেঙে পড়ার ঘটনা প্রথম নয়। এরআগেও একাধিকবার সেখানে সেতু ভাঙা থেকে শুরু করে রাস্তায় ফাটল দেখা দিয়েছে। ঠিক সেইসময় নির্মীয়মাণ সামগ্রী নিয়ে উঠেছিল নানান বিতর্ক।