সাদা বরফের চাদরে ঢাকল লাচেন মরশুমের প্রথম তুষারপাতে খুশি পর্যটকরা
Covered in a sheet of white snow Tourists are happy with the first snowfall of the season

Truth Of Bengal : উত্তর ভারতজুড়ে পরপর পশ্চিমী ঝঞ্ঝা। সিকিমের লাচেনে আনেকাংশে কমল তাপমাত্রার পারদ। হাওয়া অফিসের তরফ থেকে তুষারপাতের পূর্বাভাস ছিল আগেই। সেই পূবার্ভাসকেই সত্যি করে এবার সিকিমের লাচেনে হল চলতি বছরের প্রথম তুষারপাত। মঙ্গলবার রাত থেকেই সিকিমের লাচেনে শুরু হয়েছিল তুষারপাত। যা লাচেনের মানুষের কাছে নতুন কিছু নয়। তবে সেখানে উপস্থিত পর্যটকদের কাছে এই মুহূর্ত ছিল অবিস্মরণীয় মুহূর্ত, যা দেখার জন্য দূরদূরান্ত থেকে মানুষ গিয়ে উপস্থিত হয় সেখানে। সমদ্র দেশের বিভিন্ন শহর থেকে এই বছরও সেখানে পর্যটকদের ভিড় জমেছিল। এই শহরও তাই সেইসমস্ত পর্যটকদের এদিন নিরাশ করেনি।
মঙ্গলবার রাত থেকেই শুরু হওয়া তুষারপাত দেখে খুশি হয় সমস্ত পর্যটক। বুধবার সকাল সকালই গাছপালা থেকে করে রাস্তাঘাট মুড়ো যায় সাদা বরফের চাদরে। সেই বরফ উপভোগ করতে গাড়ি থেকে নেমে ছবি তুলতে ও ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়েন পর্যটকরা। স্বাভাবিকভাবেই পাহাড়ে ঘুরে যে তারা বেজায় খুশি তা আর বলার অপেক্ষা রাখে না। তবে অতিরিক্ত তুষারপাতের কারণে বন্ধ হয়ে পড়ে নাথুলা, ১৫ মাইলের দিকে যাওয়ার রাস্তা। কিছু কিছু জায়গায় আবার দেখা যায় কালো বরফ। যে কালো বরফ সরিয়ে ফেলতেও সময় লেগে যায় বেশকিছুটা।
অন্যদিকে বর্তমানে বেশকিছুটা তাপমাত্রা বেড়েছে পশ্চিমবঙ্গে। যার কারণ স্বরূপ জানা যাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে বাধাপ্রাপ্ত হচ্ছে উত্তুরে হাওয়া। তবে তপমাত্রা কমতে থাকে উত্তর ভারত সহ সমগ্র উত্তরবঙ্গে। সেই নিম্নমুখী তাপমাত্রার কারণেই তুষারপাত। এরমাঝেই হাওয়া অফিসের তরফ থেকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বৃষ্টির পূর্বাভাস জারি।