বিয়ের রাতেই কুমারীত্ব পরীক্ষার অভিযোগ, শ্বশুরবাড়ির বিরুদ্ধে তদন্তের নির্দেশ আদালতের
Court orders investigation into in-laws' allegations of virginity test on wedding night

Truth of Bengal: বিয়ের রাতেই হয়েছিল কুমারীত্ব পরীক্ষা। সেই পরীক্ষা করা হয়েছিল অনুপযুক্ত উপায়ে। যার ফলে তীব্র মানসিক ও শারীরিক কষ্ট পেতে হয়েছিল। শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ মধ্যপ্রদেশের এক মহিলা। তার অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করে, জেলা আদালত তার শ্বশুরবাড়ির বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছে। মধ্যপ্রদেশে এই প্রথম ঘটনা যেখানে কুমারীত্ব পরীক্ষার প্রথাকে আইনিভাবে চ্যালেঞ্জ করা হয়েছে।
Indore woman accuses in-laws of conducting virginity test, court orders probe
The woman alleged that on the night of her wedding, her in-laws attempted to conduct a virginity test, causing her severe mental and physical distress.https://t.co/BOEcy3do37
— Law Today (@LawTodayLive) January 21, 2025
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে ভোপালের এক ব্যক্তির সাথে বিয়ে হয় অভিযোগকারিণীর। বিয়ের পর, তার গর্ভধারণের তিন মাসের মধ্যেই তার গর্ভপাত ঘটে। পরে নয় মাস নয় দিন গর্ভধারণের পর তিনি একটি মৃত শিশুর জন্ম দেন। বর্তমানে, তার এক কন্যা রয়েছে বলেও জানা যায় ।
নারী ও শিশু উন্নয়ন বিভাগের একজন তদন্তকারী কর্মকর্তার গোপন প্রতিবেদনে প্রকাশ পেয়েছে যে, বিয়ের প্রথম রাতেই শ্বশুরবাড়ির লোকেরা নির্যাতিতার কুমারীত্ব পরীক্ষা করার জন্য অন্যায় পন্থা অবলম্বন করেছিল, যার ফলে তাকে মানসিক ও শারীরিকভাবে কষ্ট পেতে হয়েছিল।