ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, মধ্যরাত থেকে কার্যকর নতুন মূল্য
Cooking gas prices increased again, new price effective from midnight

Truth Of Bengal: পেট্রল-ডিজেলের পর এবার সাধারণ মানুষের কষ্ট বাড়াল রান্নার গ্যাসের দাম। এক ধাক্কায় এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে গেল ৫০ টাকা। আজ, সোমবার মধ্যরাত থেকে নতুন দাম কার্যকর হবে।
এই বৃদ্ধির ফলে কলকাতায় একটি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৮২৯ টাকা থেকে বেড়ে হয়েছে ৮৭৯ টাকা। শুধু সাধারণ গ্রাহকরাই নন, প্রভাব পড়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের উপরও।
#WATCH | Delhi | Union Minister for Petroleum and Natural Gas, Hardeep Singh Puri says, “The price per cylinder of LPG will increase by Rs 50. From 500, it will go up to 550 (for PMUY beneficiaries) and for others it will go up from Rs 803 to Rs 853. This is a step which we will… pic.twitter.com/frFfC3qr5h
— ANI (@ANI) April 7, 2025
সোমবার এক সাংবাদিক সম্মেলনে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানান, “সিলিন্ডার পিছু দাম ৫০ টাকা করে বাড়ানো হয়েছে। তাই উজ্জ্বলা যোজনার আওতাভুক্ত গ্রাহকদের জন্য এখন সিলিন্ডারের দাম হবে ৫৫০ টাকা।” স্বাভাবিকভাবেই এই দাম বৃদ্ধিতে চিন্তিত মধ্যবিত্ত পরিবারগুলি। বাড়তি খরচে নাজেহাল সাধারণ মানুষ।