দেশ

মোস্ট ওয়ান্টেড অপরাধীকে পাকড়াও করতে গিয়ে বিপত্তি, দুস্কৃতীর গুলিতে মৃত কনস্টেবল

Constable shot dead by miscreants in pursuit of most wanted criminal

Truth Of Bengal: অপরাধীকে পারড়াও করতে গিয়েই আহত পুলিশ। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এই ঘটনা ঘটে রবিবার রাতে। জানা যায়, দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে মৃত এক কনস্টেবল। এই ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য।

জানা গিয়েছে, রবিবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কাদির নামে এক ‘মোস্ট ওয়ান্টেড’ অপরাধী লুকিয়ে রয়েছে গাজিয়াবাদের মাশুরি থানা এলাকায়। তারপরই তাকে ধরতে সেখানে পৌঁছয় নয়ডা পুলিশের একটি দল। সূত্রের খবর, কাদিরের বাড়ির কাছাকাছি পৌঁছনো মাত্রই একদবল দুষ্কৃতী চড়াও হয় তাদের উপর। অভিযোগ, পাথর হামলার পাশাপাশি শুরু হয় তাদের এলোপাথারি গুলি বর্ষণ।

সেই গুলিতেই সৌরভ সিং নামের ওই কনস্টেবল আহত হন। আহত কনস্টেবলকে কোনও মতে সেখান থেকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় আরও দুই পুলিশ আধিকারিক আহত হন বলে জানা যায়। বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। তবে দুষ্কৃতীদের পরিচয় এখনও অজানা। মধ্যরাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন নয়ডা পুলিশ কমিশনারেট। ইতিমধ্যেই মাশুরি থানার পুলিশ খুন, দাঙ্গা, অস্ত্র-আইন সহ ১৩টি ধারায় রুজু করা হয় মামলা।

 

Related Articles