দেশ

মোদির অরুণাচল প্রজেক্টে ফুঁসছে চিন! বেজিংকে কড়া জবাব বিদেশ মন্ত্রকের

China is blowing Modi's Arunachal project

The Truth of Bengal: অরুণাচল প্রদেশ সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি সেলা টানেলের উদ্বোধন করেন।১৩ হাজার ফুট উপরে চিনের সীমান্তের কাছে এই সেলা টানেলের উদ্বোধন করেন দেশের প্রধামনমন্ত্রী। ৮২৫ কোটি টাকার সেলা টানেল উদ্বোধন হওয়ার পর থেকেই ক্ষোভে ফুঁসছে বেজিং। যদিও চিনের চোখরাঙানিকে পাত্তা দিতে নারাজ দিল্লি। চিন কূটনৈতিক প্রতিবাদ জানালেও চিনের অসন্তোষকে অযৌক্তিক অ্যাখ্যা দিল ভারত। এই নিয়েবিদেশ মন্ত্রকের মুখপাত্র, রণধীর জয়সওয়াল বিবৃতি দিয়ে জানিয়েছে, মোদীর অরুণাচল সফর নিয়ে চিনের ক্ষোভে ফুঁসে ওঠার কোনও যুক্তিগ্রাহ্য কারণই নেই। পাশাপাশি চিনের যুক্তি নস্যাৎ করে ভারত সরকারের তরফে বলা হয়েছে, ‘অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে ও থাকবে।

‘আসলে মোদির এই সফর নিয়ে চিনের ক্ষোভের নেপথ্য কারণ হল চিন দীর্ঘদিন ধরে দাবি করে আসছে ভারতের অরুণাচল প্রদেশ দক্ষিণ তিব্বতের অংশ। ফলে অরুণাচল প্রদেশে যে কোনও ভারতীয় নেতার সফর হলেই ক্রমাগত প্রতিবাদ দেখানো থেকে শুরু করে নিশানা করে বেজিং। এমনকি বারবার সুর চড়িয়ে অরুণাচল প্রদেশকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে চিন।শুধু তাই নয় নিজেদের ভূ-খন্ড হিসেবে দাবি করার পাশাপাশি চিন অরুণাচল প্রদেশের নামকরণও করে ফেলেছে।  চিনের তরফে অরুণাচল প্রদেশের নাম দেওয়া হয়েছে জাংনানা। তবে চিনের সমস্ত কৌশল, সওয়ালকে বারংবার নস্যাৎ করেছে কেন্দ্র।

অরুণাচল প্রদেশের এই নামকরণ নিয়ে ভারতের তরফে বলা হয়েছে, বাস্তব অবস্থার কোনও পরিবর্তন হবে না এতে। মূলত অরুণাচল ইস্যুতে চিনের এই প্রতিবাদকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ দিল্লি।উল্লেখ্য, এর আগে ২০২৩ সালে মানচিত্র প্রকাশ করে ভারতীয় ভূখণ্ডকে নিজেদের অংশ বলে দাবি করেছিল চিন। সেখানেই অরুণাচল প্রদেশ ও আকসাই চিনের বিতর্কিত ভূ-ভাগগুলিকে চিন নিজেদের ভূখণ্ড বলে দাবি করে। একই সঙ্গে তাইওয়ান ও দক্ষিণ চিন সাগরকেও চিন নিজের ম্যাপে অন্তর্ভুক্ত করে। তবে চিনের কোন পদক্ষেপকেই গুরুত্ব দিতে নারাজ দিল্লি পাশাপাশি অরুণাচল যে ভারতের অবিচ্ছেদ্দ অংশ ছিল, আছে, থাকবে তা কার্যত চিনকে স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে ভারত।

Related Articles