দেশ

টোল পরিশোধের পদ্ধতিতে বদল, টোল সংগ্রহে ব্যবহৃত হবে GNSS সিস্টেম

Change in toll payment method

Truth of Bengal: ফাস্ট্যাগে টোল সংগ্রহের পদ্ধতি এবার হতে চলেছে অতীত। ফাস্ট্যাগের বদলে এবার স্যাটেলাইটের মাধ্যমে টোল পরিশোধের নয়া পদ্ধতি আনছ কেন্দ্র। যে পদ্ধতির পোশাকী নাম, জিএনএসএস সিস্টেম বা গ্লাবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম। ঘণ্টার পর ঘণ্টা ধরে গাড়ির লাইনে দাঁড়িয়ে  থাকার দিন শেষ হয়েছে আগেই। বর্তমান সময়ে টোল পরিশোধের ক্ষেত্রে আর ম্যানুয়ালি নগদ টাকা দিতে হয় না।

চালু করা হয়েছে ফাস্ট্যাগ পদ্ধতি। এবার সেই পদ্ধতিতেও আসতে চলেছে বদল। ফাস্ট্যাগের পরিবর্তে স্যাটেলাইটের মধ্যমে টোল পরিশোধের নতুন পদ্ধতি নিয়ে আসছে কেন্দ্র। রাজ্যসভায় সড়ক ও পরিবহনমন্ত্রী জানান, নয়া এই টোল সংগ্রহ পদ্ধতির জন্য ব্যবহৃত হবে জিপিএস ও ক্যামেরা। যার জেরে ব্যারিয়ার ও টোল বুথের দরকার পড়বে না। নির্দিষ্ট গাড়ি শনাক্ত হবে জিপিএস ও ক্যামেরার মাধ্যমে।

তারপরই এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে গাড়ি চালকের ব্যাঙ্ক অ্যাকউন্ট থেকে কেটে যাবে টোল ট্যাক্সের টাকা। গাড়ি চলাচলের কিলোমিটারের উপর নির্ভর করবে টোল ট্যাক্সের পরিমান। আর এই মাধ্যমেই আগামী দিনে অনলাইনেই টোল সংগ্রহ করা হবে বলে মন্ত্রক সূত্রে খবর। এই সিস্টেম শুরু হলে আর ফাস্ট্যাগ পদ্ধতির প্রয়োজন পরবে না। সেক্ষেত্রে লাইনে টোল কাটার জন্য দাঁড়িয়ে থাকতেও হবে না। ইতিমধ্যেই বারত সরকারের তরফ থেকে এই পদ্ধতি বাস্তবায়নের প্রস্তুতি শুরু করা হয়েছে।