ভোটের আবহে মাতৃহারা কেন্দ্রীয় মন্ত্রী
Central minister is motherless in the election climate

The Truth Of Bengal: প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মা।বুধবার সকালে দিল্লির AIIMS হাসপাতালে মৃত্যু হয় গোয়ালিয়রের রাজমাতার। গুনা কেন্দ্র থেকে এ বছর লোকসভার লড়াইয়ে নেমেছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। প্রচারের মাঝে মায়ের অসুস্থতার খবর শুনে ছুটে গিয়েছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তাঁর কেন্দ্রে ভোট মিটলেও নির্বাচনের মাঝেই এবার মা হারা হলেন কেন্দ্রীয় মন্ত্রী।
মাধবী রাজে সিন্ধিয়া গত তিন মাস ধরে প্রিমিয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং সেপসিস সহ নিউমোনিয়ায় ভুগছিলেন, বলেই সূত্রের খবর। ত বুধবার সকাল ৯:২৮ মিনিট নাগাদ মারা যান এবং গত কয়েকদিন ধরে তিনি ভেন্টিলেটরে ছিলেন বলে হাসপাতাল সূত্রে খবর।
মাধবী রাজের মৃত্যুতে শোকের ছায়া গোয়ালিয়রে রাজবাড়িতে। মাত্র দু’দিন আগেই জীবনাবসান হয়েছে সুশীল মোদীর। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী। সম্প্রতি লোকসভা নির্বাচনের আগে ভোটের লড়াই থেকে অব্যাহতি চেয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও লিখেছিলেন। এরপরই তাঁর প্রয়াণ।