হজ নিয়ে নয়া নীতি কেন্দ্রের, ১০% কমিয়ে সরকারি কোটা হল ৭০%
Center's new policy on Haj, government quota reduced by 10% to 70%

The Truth Of Bengal: নতুন হজ নীতি নিয়ে এলো কেন্দ্রীয় সরকার। প্রতি বছর সৌদি আরব ও ভারতের মধ্যে যে হজ চুক্তি সম্পন্ন করা হয় সেখানেই এই নয়া নীতি। যেখানে ৮০% সরকারি কোটা থেকে কমিয়ে ৭০% করা হল। অর্থাৎ ২০২৫ থেকে ১০% থেকে বাড়িয়ে বেসরকারি সংস্থাগুলির জন্য ৩০% করা হল।প্রতি বছর ভারত থেকে হজ যাত্রার উদ্দেশ্যে লক্ষাধিক মুসলিম সম্প্রদায়ের মানুষ আরবে যান। সরকারের তরফ থেকেই আরবের এই হজ যাত্রার বেশিরভাগটাই আয়োজন করা হয়। ভারত সরকার আগত সালের কথা ভেবে এই নয়া হজ নীতি পেশ করলো। যেখানে উল্লেখ করা হয়েছে, সৌদি আরব সরকারের সাথে ভারত সরকারের প্রত্যেক বছর যে হজ চুক্তি হয় হয় তা এবছরও সম্পন্ন করা হয়েছে। আগামী বছরের হজযাত্রীদের জন্য যেখানেই ঠিক করা হয় যে, ৭০% সরকারি সংরক্ষণ আর বাকি ৩০% বেসরকারি ট্যুর অপারেটর বা HGO দ্বারা সম্পন্ন করা হবে। এর সাথে আরও বলা হয়েছে যে, ৬৫ বছরের অধিক যদি কোনও ব্যক্তি হজের উদ্দেশ্যে যায় তাহলে তাঁর সাথে আরও একজনকে সেই ব্যক্তির সাথে যেতে হবে।
এমনকি আগামী বছর থেকে হজযাত্রীদের সুবিধার কথা ভেবে তাদের জন্য আনা হচ্ছে ‘হজ সুবিধা অ্যাপ’। যার সাহায্যে আপৎকালীন পরিষেবা ছাড়াও নানান সুবিধা ও পরিষেবা পাবে পুণ্যার্থীরা। এই অ্যাপের মধ্যে বিদেশে থাকার ব্যবস্থা সহ নানান সমস্যার জরুরি নম্বরও পাওয়া যাবে। এর সাথে আরও এক রিপোর্ট সামনে এসেছে। যাতে বলা হয়েছে, সম্প্রতি যারা হজযাত্রায় গিয়েছিলেন তাঁরা প্রত্যেকে নিরাপদে ফিরে এসেছেন ভারতে। আর সৌদি আরবে উপস্থিত হজ কমিটি অফ ইন্ডিয়ার পরিষেবায় হজ ফেরত ৯৫% যাত্রী সন্তুষ্ট। পুণ্যার্থীরা আরবে থাকা ভারতীয় দূতাবাসকেও ধন্যবাদ জানিয়েছেন।
সম্প্রতি কয়েক মাস আগে বিদেশমন্ত্রকের এক রিপোর্টে দাবি করা হয়েছিল, হজ যাত্রায় গিয়ে এই বছর নিহত হয়েছেন ৯৮ জন ভারতীয়। সরকারের তরফ থেকে প্রত্যেকের মৃত্যু স্বাভাবিক বলেই দাবি করা হয়েছে। চলতি বছর সোউদি আরবে অধিক গরমের জেরে হাজারেরও বেশি হজযাত্রীর নিহত হয়েছেন । জানা গিয়েছে, বিশ্বের ১০ দেশ থেকে আরবে হজ যাত্রায় গিয়ে মোট ১০৮১ জন নিহত হয়েছেন।