সিকিম যাওয়ার বিকল্প রাস্তা প্রশস্ত করার উদ্যোগ কেন্দ্রের
Center takes initiative to widen alternative road to Sikkim

Truth Of Bengal: প্রায়শই ধসের কবলে পড়ে সিকিম। বিশেষ করে সেবক হয়ে সিকিম যাওয়ার রাস্তায় বর্ষায় এই ছবি বেশি দেখা যায়। রাস্তার মধ্যে ধস নামার ঘটনা ঘটলে সেখান থেকে সমতলে যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে দেখা দেয় ব্যাপক সমস্যা। এবার সেই সমস্যা দূর করতে কেন্দ্রের নয়া সিদ্ধান্ত। জানা যায়, বিকল্প সড়ককে প্রশস্ত করার উদ্যোগ কেন্দ্রের।
সূত্রের খবর, কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে, বিকল্প সড়ককে প্রশস্ত করতে ইতিমধ্যেই অনুমোদন দেওয়া হয়েছে ৭৭০ কোটি ২৫ লক্ষ টাকা। সেবক হয়ে সিকিম যাওয়ার ক্ষেত্রে যে রাস্তা ব্যবহার করা হয়, সেই রাস্তায় ধস নামলে বিকল্প পথ অর্থাৎ গোরুবাথান, রিশপ হয়ে পৌঁছনো সম্ভব হয় সিকিমে। সেই বিকল্প রাস্তার কিছুটা অংশকে চওড়া করে দুই লেন বিশিষ্ট করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। জানা যায়, লাভা মোড় থেকে পেডং বাইপাস পর্যন্ত রাস্তা প্রশস্ত করা হবে ১৮.৪২ কিলোমিটার ও ৫.২ কিলোমিটার রাস্তা প্রশস্ত করা হবে রেনক পর্যন্ত।
সোশ্যাল মিডিয়াতে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী জানান, বর্ষাকালে সেবকের রাস্তায় ধস নামলে সেক্ষেত্রে ব্যবহৃত হবে এই প্রশস্ত রাস্তাটি। এমনকি যেকোনো সময়ই এই সড়কে যানবাহন চলাচল করতে পারে বলে জানানো হয়। এর কারণে পর্যটক ও অর্থ সামাজিক উন্নয়নে আরও গতি আসবে বলেই মনে করছেন তিনি।